ভ্যালো অ্যাভ্যান্ট-গার্ডে প্রথম বারের মত একটি বিশাল প্রতিযোগিতা আয়োজন করছে যার ইভেন্ট পার্টনার হলো, “ব্র্যাক ইউনিভার্সিটি লিডারশিপ ডেভলপমেন্ট ফোরাম – বিইউএলডিএফ”, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর অন্যতম ক্লাব।

এটি মূলত একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কিত একটি রচনা প্রতিযোগিতা যা সবার জন্য উন্মুক্ত।রচনা প্রতিবিম্বের একটি মাধ্যম,এটি জীবনের একাধিক দিক বিবেচনা করার সক্ষমতা সহ মানবতাকে পরিপূর্ণ করে তোলে। শিক্ষার্থীদের মধ্যে এই শক্তি আরও প্রগাঢ় করতে, ভ্যালো অ্যাভ্যান্ট-গার্ডে লিমিটেড এই রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তারা সত্যিকারের উদার চেতনায় প্রত্যেককে তাদের সাথে যোগদিয়ে মূল্যবান চিন্তাভাবনা শেয়ার করে নেওয়ার জন্য আমন্ত্রিত করছেন । তারা বিশ্বাস করেন যে, যাদের লেখার এমন ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে তারা বিশ্বের পরিবর্তন করার ক্ষমতা রাখেন। তারা মুলত চিন্তাশীল ব্যক্তিদের বের করে তাদের সর্বোত্তম চিন্তাকে কথায় রূপান্তরিত করার জন্য পুরস্কৃত করতে চায়।

লেখার বিষয়:

  • সামাজিক পরিবর্তন তৈরির জন্য উদ্ভাবনী ধারণা।
  • বাংলাদেশের উন্নয়নশীল ক্ষেত্রে জেন্ডার সমতা।

নিয়মাবলি:   

  • অংশগ্রহণকারীরা নিজস্ব কাঠামো অনুসারে রচনা লিখতে পারবেন।
  • আপনার প্রবন্ধকে সমর্থন করে এমন ছবি, ভিডিও, ভিজ্যুয়ালাইজেশন আপনার রচনার সাথে সংযুক্ত করে পাঠাতে পারবেন। 
  • লেখার ভাষা: ইংরেজি
  • শব্দসীমা:১৫০০ এর বেশি নয়।
  • লেখার ফন্ট: টাইমস নিউ রোমান,
  •  ফন্ট সাইজ: ১২, 
  • স্পেসিং : ১.১৫

 

বিচারের মানদণ্ড:

সমস্ত লেখা VAALO টিম প্রাথমিকভাবে মূল্যায়ন করবে। চূড়ান্ত মূল্যায়ন এবং বাছাই আমাদের বিচারক প্যানেল করবে। সমস্ত রচনা যুক্তি, জরিপ, লেখার স্টাইল, উদ্ভাবন, কাঠামো ইত্যাদির ভিত্তিতে বিচার করা হবে।

সুযোগ সুবিধাসমূহ

  •  প্রতিটি অংশগ্রহণকারীকে প্রশংসাপত্র দেওয়া হবে।
  •  শীর্ষ দশটি রচনা ফাইনালের জন্য নির্বাচন করা হবে। এই ১০ জন অংশগ্রহণকারীদের আমাদের চূড়ান্ত অনুষ্ঠানের প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হবে এবং বিজয়ীদের শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হবে। 
  • আমরা তাদের লিখিত রচনাগুলি আমাদের সংস্থার নিউজলেটারগুলিতে প্রকাশ করা হবে।
  • সেরা ৩ জন লেখক একটি ক্রেস্ট পাবেন এবং তাদের লেখাগুলি জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হবে।

আবেদনের যোগ্যতা

  •  প্রদত্ত বিষয় অনুসরণ করে রচনাটি সম্পুর্ণ আপনার নিজের লেখা হতে হবে। ইন্টার্নেট থেকে কপি করা যাবে না। কপি করা লেখা পাওয়া গেলে সেই প্রতিযোগি বাতিল বলে গন্য হবে।
  • আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
  • যে কোনো দেশ থেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
  • প্রতিযোগিতায় প্রবেশের জন্য কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকল দেশ

আবেদন পদ্ধতি

অংশগ্রহণকারীদের তাদের লিখিত রচনার এমএস ওয়ার্ড ফাইলের সংস্করণটি আমাদের ইমেল ঠিকানায় জমা দিতে হবে।

ইমেল ঠিকানা: [email protected]

অংশগ্রহণকারীদের মেইলের মূল অংশে তার পুরো নাম, পেশা এবং যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: এপ্রিল ২২, ২০২১

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

Program Coordinator Arifur Rahman Arif Manager (Accounts & Business Development) VAALO avant-garde Ltd. E-Mail: [email protected] Phone: +88 0188 00 88 944 Program In-charge Md. Salman Osman Aranya Business Development Associate VAALO avant-garde Ltd. Contact: +88 0188 00 88 942 Email: [email protected]
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?