জাতির জনক বঙ্গবন্ধু মিশে আছে এই গাঙ্গেয় বদ্বীপের প্রতিটি সত্ত্বার সাথে। যে মুক্ত বাতাসে আজ শ্বাস নিই আমরা, যে মৃত্তিকার ঘ্রাণে মন ভরে উঠে আমাদের, যে জননীকে আজ আমরা স্বগর্বে “মা” বলে ডাকি, সেই মুক্ত বাতাস, সেই মৃত্তিকার ঘ্রাণ, সেই স্বাধীনতার অহংকারের জন্য আমরা ঋণী বঙ্গবন্ধুর কাছে। বঙ্গবন্ধু এই বাংলার প্রতিটি প্রাণের, প্রতিটি নদীর, প্রতিটি পাহাড়-টিলা-হ্রদ-বেলাভূমির, প্রতিটি অরণ্যের আজন্ম অধিকার।
“প্রিয় বঙ্গবন্ধু”- আমাদের প্রাণাধিক প্রিয় এই সাহসী মানুষটাকে ভালোবাসা, শ্রদ্ধা, আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রশ্ন বা অভিযোগ জানিয়ে চিঠি লিখার প্রতিযোগিতা।
স্থান:
বাংলাদেশ, অলসুযোগ সুবিধাসমূহ
- জুনিয়র গ্রুপ থেকে প্রথম ৫ জন ও সিনিয়র গ্রুপ থেকে প্রথম ৫ জন করে মোট ১০ জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরষ্কার বিতরণী আয়োজনে দেশবরণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরষ্কার গ্রহণ।
- ভবিষতে চিঠির সংকলন প্রকাশ করা হবে।
আবেদনের যোগ্যতা
সকলের জন্য উন্মুক্ত।
- জুনিয়র গ্রুপ: প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত।
- সিনিয়র গ্রুপ: উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে উন্মুক্ত।
নিয়মাবলি:
- প্রতিযোগিতাটি সকলের জন্য উন্মুক্ত।
- চিঠিটি বাংলা ভাষায় লিখতে হবে।
- সর্বোচ্চ শব্দ সংখ্যা হবে ১৫০০।
- চিঠির সাথে নিজের নাম, ঠিকানা, পড়াশোনা, ফোন নম্বর উল্লেখ করতে হবে।
- জুনিয়র গ্রুপ থেকে প্রথম ৫ জন ও সিনিয়র গ্রুপ থেকে প্রথম ৫ জন করে মোট ১০ জনের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
- নির্বাচিত চিঠিগুলো আমাদের বিভিন্ন প্রকাশনাসহ বিভিন্ন জায়গায় প্রকাশের ব্যাপারে সহযোগিতা করা হবে।
আবেদন পদ্ধতি
চিঠি পাঠানোর ঠিকানা:
- সরাসরি [email protected] এই ই-মেইল অ্যাড্রেসে মেইল করা যাবে অথবা
- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের ফেসবুক পেজের ইনবক্সে দেয়া যাবে।
- হার্ডকপি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের রুমে জমা দেয়া যাবে। এছাড়া কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে পারেন নিম্নের ঠিকানায়-
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (DUCS), টিএসসি (নিচতলা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: অগাস্ট ১৫, ২০২২
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক