আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু” এই স্লোগান নিয়ে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১

এই অনুবাদ প্রতিযোগিতায় ন্যূনতম একটি নিবন্ধ অনুবাদ করলেই তাকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে

নিয়মাবলি
  1. অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ-ইন করুন, আইপি থেকে করা সম্পাদনা প্রতিযোগিতায় গণ্য হবে না।
  2. প্রথমে অংশগ্রহণকারী অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন।
  3. নিবন্ধ মানোন্নয়নে এই তালিকা থেকে নিবন্ধ বেছে নিতে হবে। সংশ্লিষ্ট নিবন্ধগুলির ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধগুলির মানোন্নয়ন/সম্প্রসারণ করুন।
  4. নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না।
  5. একসাথে সর্বোচ্চ তিনটি নিবন্ধ ধরে রাখা যাবে। তিনটির কাজ শেষ করে, আবার তিনটি অনুবাদের জন্য একত্রে ধরা যাবে। কোন নিবন্ধ ছেড়ে দিতে চাইলে তাও করা যাবে।
  6. অনুবাদ করা শেষ হলে নিচের পর্যালোচনার জন্য জমাদান অনুচ্ছেদে নিবন্ধটি জমা দিন।
  7. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ইত্যাদির মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য হচ্ছে কিনা।
  8. যত খুশি নিবন্ধ অনুবাদ করা যাবে। ভারত ও বাংলাদেশের যেকোনো উইকিপিডিয়ানই অংশ নিতে পারবেন।
  9. নিবন্ধ পর্যালোচকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের নিবন্ধ নিজে পর্যালোচনা করা যাবে না।
পরামর্শ
  1. যে নিবন্ধ নিয়ে কাজ করছেন, এই তালিকায় সেটির পাশে ~~~~ চিহ্ন যোগ করে আপনার নাম বসিয়ে দিন।
  2. এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। না বুঝলে প্রশ্ন করুন
  3. বাংলা নিবন্ধে ইতিমধ্যেই কিছু তথ্য যুক্ত করা আছে। ঐ সকল অংশ চাইলে প্রয়োজনমতো পরিমার্জন করতে পারবেন বা বাদ দিতে পারবেন।
  4. অনুবাদ করার সময় উক্ত নিবন্ধের শুরুতে {{কাজ চলছে/২০২১}} কোডটি বসিয়ে দিতে পারেন।

সুযোগ সুবিধাসমূহ

পুরস্কার
  • ১টি নিবন্ধের মানোন্নয়ন করা হলে ― ডিজিটাল সনদপত্র
  • ৩টি নিবন্ধের মানোন্নয়ন করা হলে ― মুদ্রিত সনদপত্র
  • ৫টি নিবন্ধের মানোন্নয়ন করা হলে ― ৫০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ১ম স্থান অধিকারকারী ― ৫০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ২য় স্থান অধিকারকারী ― ৩০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ৩য় স্থান অধিকারকারী ― ২০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ৪র্থ ও ৫ম স্থান অধিকারকারী (২ জন) ― ১৫০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
  • ৬ষ্ঠ থেকে ১০ম স্থান অধিকারকারী (৫ জন) ― ১০০০ টাকার গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র

আবেদনের যোগ্যতা

যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।

আবেদন পদ্ধতি

বিস্তারিত অফিসিয়াল লিংকে।

আবেদনের শেষ তারিখ: এপ্রিল ১১, ২০২১

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

যোগাযোগ নিবন্ধ প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য info-bnwikimedia.org ঠিকানায় ই-মেইল করতে পারেন। আয়োজক ও পর্যালোচকদের সাথে সরাসরি কথা বলতে ও প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে কোনো সাহায্য ও জিজ্ঞাসার জন্য প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে। পরবর্তী সভা: শনিবার, ০৩ এপ্রিল ২০২১, সন্ধ্যা ৭:৩০ (বাংলাদেশ) বা ৭:০০ (ভারত) বা ১৩:৩০ (ইউটিসি) সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে। মিটিং লিংক — মিটিং আইডি: 818 2029 2333 — পাসওয়ার্ড: 260568 মিটিংটি সবার অংশগ্রহণের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ নীতিমালা প্রযোজ্য
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?