গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জ হচ্ছে একটি গ্র্যাজুয়েট বিজনেস কেস কম্পিটিশন। লক্ষ্য বৈশ্বিক সমস্যা দূরীকরণে টেকসই সমাধান প্রদান।গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জ এর এবারের সংস্করণের থিম “ফিনটেক”। এবং এইবারের প্রতিযোগিতায় গ্রাহক সেবা উন্নয়নের উপর জোর দেয়া হবে।
ফিনটেকে আর্থিক খাতে যেকোনো প্রযুক্তিগত উদ্ভাবন অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করা যেতে পারে। যেমনঃ আর্থিক সাক্ষরতা, ঋণ, বিনিয়োগ ব্যবস্থাপনা, অর্থ স্থানান্তর ইত্যাদি।
গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জ প্রতিযোগিতাটি ২টি রাউন্ডে সম্পন্ন হবে। প্রথম রাউন্ড- ভার্চুয়াল রাউন্ড। ভার্চুয়াল পিচ এবং ৫ পৃষ্ঠার সামারি লিখনের মাধ্যমে রাউন্ড ১ সম্পন্ন হবে। রাউন্ড ১ এ নির্বাচিত প্রতিযোগীরা ফাইনাল রাউন্ডে যাবে। এবং চূড়ান্ত বিজয়ীদের নাম গালা ডিনারে ঘোষণা করা হবে।
স্থান:
অস্ট্রেলিয়াসুযোগ সুবিধাসমূহ
- পুরষ্কার প্রদান করা হবেঃ
- বিজয়ী- ১০০০০০$ অস্ট্রেলিয়ান ডলার
- ২য় স্থান- ১৫০০০$ অস্ট্রেলিয়ান ডলার
- ৩য় স্থান- ১০০০০$ অস্ট্রেলিয়ান ডলার
- ইন্ডাস্ট্রি প্রাইজ- ঘোষণা করা হবে
- নন অস্ট্রেলিয়ান ফাইনালিস্টদের জন্য ভ্রমন এবং আবাসন খরচ বাবদ ১২৫০০$ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের নিম্নোক্ত বিষয় গুলোর উপর গুরুত্ব দিতে হবেঃ
- দলের একটি নাম দিতে হবে। তবে দলের নাম যেনো তাদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে
- কোচ এবং দলের সদস্যদের সম্পূর্ণ তথ্য দিতে হবে
নোটঃ রাউন্ড ১ এর প্রতিযোগিতার নিয়ম অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া আছে।
সকলে আবেদন করতে পারবে।