বিলবোর্ড অঙ্কন প্রতিযোগিতাটি ত্রয়োদশ বিলবোর্ড আর্ট মুভস উৎসবের অংশ। আগ্রহী ব্যক্তি, শিল্পী, শিক্ষার্থী সকলেই এ উৎসবে আমন্ত্রিত। এর কোন  প্রবেশমূল্য নেই।

এবারের প্রতিযোগিতার মূল থিম হচ্ছে- “মহামারী –  বৈশ্বিক বিপর্যয়, শাস্তি, নাকি নিজেকে এবং বিশ্বকে নতুন করে আবিষ্কার করার সুযোগ?” (Epidemics – a global catastrophe, a punishment, or a chance to reinvent yourself and the world?) সৃজনশীল শিল্পকর্মসমূহ এই থিম অনুসারে হওয়া বাঞ্চনীয়।

প্রতিযোগিতার স্লোগানটি বর্তমানে বিশ্বে যা কিছু ঘটছে, তার রূপক হিসাবে বিবেচনা করা যেতে পারে। গত কয়েক মাস আমাদের সমাজ, দেশ, পরিবার এবং ব্যক্তিজীবন, তথা পুরো পৃথিবীকেই বদলে দিয়েছে।

এই প্রেক্ষাপটে এ প্রতিযোগিতার উদ্দেশ্য হলো শিল্পীদেরকে জীবনঘনিষ্ট শিল্পকর্মের প্রতি উৎসাহিত করা এবং বিলবোর্ড আর্টের প্রচার ও বিলবোর্ড আর্টকে জনপ্রিয়করণ।

সুযোগ সুবিধাসমূহ

  • বিজয়ী শিল্পকর্মের শিল্পী জন্য প্রায় ১২৭৮ ডলার  পুরষ্কার পাবেন।
  • আন্তর্জাতিক জুরি প্যানেল দ্বারা নির্বাচিত সেরা ১০ শিল্পকর্ম সেপ্টেম্বর/অক্টোবর ২০২০ এ পোল্যান্ডের টরুন শহরের মুদ্রিত এবং প্রদর্শিত হবে।

আবেদনের যোগ্যতা

  • একক ও দলবদ্ধ হয়ে; উভয় উপায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
  • দলবদ্ধ হয়ে অংশগ্রহণের ক্ষেত্রে আবেদন ফর্মে দলের সকল সদস্যের নাম উল্লেখ কতে হবে। পাশাপাশি আয়োজক কর্তৃক যোগাযোগের জন্য যে কোন এক জনের নাম নির্দিষ্ট করে উল্লেখ করতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত।

আবেদন পদ্ধতি

  • প্রতিযোগিতার জন্য নির্ধারিত ফর্ম্যাট: ৪৯৮ সেমি*২৪৩ সেমি (১৯৬ ইঞ্চি*৯৫.৭ ইঞ্চি)। আনুভূমিক (হরিজন্টাল) লেআউট, ১০০ ডিপিআই, সিএমওয়াইকে, টিআইএফএফ।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর্টিস্টকে এন্ট্রি ফর্ম পূরণ করে পাঠাতে হবে, সাথে জমাকৃত শিল্পকর্মের একটি প্রিভিউ পাঠাতে হবে। প্রিভিউর ফর্ম্যাট: ৩০ সেমি*১৪.৬ সেমি (১১.৮ ইঞ্চি*৫.৭ ইঞ্চি)। আনুভূমিক (হরিজন্টাল) লেআউট, ৭২ ডিপিআই, জেপিজি। প্রতিটি জেপিজি ফাইলের নামকরণ করতে হবে শিল্পীর নামের প্রথম ও শেষ অংশ দিয়ে। একাধিক কাজ জমা দিলে শেষে ১-৩ পর্যন্ত সংখ্যা ব্যবহার করতে হবে। যেমন: adam_smith_1, adam_smith_2, adam_smith_3 ইত্যাদি।
  •  

    বিশেষ দ্রষ্টব্য: প্রতিযোগিতার এই পর্যায়ে পূর্ণাঙ্গ শিল্পকর্মটি (ভারী ফাইল আকারে) পাঠাবেন না, শুধুই প্রিভিউ পাঠাবেন। জুরির রায় ঘোষণার পর শিল্পকর্ম প্রিন্ট ও বিলবোর্ডে প্রদর্শনের সুবিধার্থে পূর্ণাঙ্গ ফাইলের জন্য আয়োজকদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে। ২৩ জুলাই ২০২০ পর্যন্ত [email protected] ঠিকানায় ইমেইলে এন্ট্রিসমূহ পাঠানো যাবে।

আবেদনের শেষ তারিখ: জুলাই ২৩, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?