• জুলাই ১৭ - অগাস্ট ৩১, ২০২০

আদর্শ প্রকাশনী এবং মেইনলি কোডিং আয়োজন করেছে আদর্শ-মেইনলি কোডিং জাতীয় টেক ব্লগ লেখা প্রতিযোগিতা ২০২০

যে সকল বিষয়ে ব্লগ পাবলিশ করা যাবে:

১। প্রোগ্রামিং ও টিউটোরিয়াল
২। ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম
৩। বিজ্ঞান ও প্রযুক্তি
৪। ওয়েব টেকনোলজি
৫। নেটওয়ার্কিং
৬। সাইবার সিকিউরিটি
৭। ডেটা সাইন্স
৮। মেশিন লার্নিং
৯। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স
১০। ওপেন সোর্স
১১। গণিত
১২। বিজ্ঞানীদের জীবনী
১৩। স্টার্টআপ
১৪। বায়ো ইনফরমেটিক্স
১৫। ডিজিটাল মার্কেটিং

***কিংবা প্রোগ্রামিং বা টেকনোলজি রিলেটেড যেকোন টপিক

টাইমলাইন:
————–
ওয়েবসাইটে ব্লগ সাবমিশন/পাবলিশিং শুরু: ১৭ জুলাই ২০২০
ব্লগ সাবমিশনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২০
৩টি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা: ৩০ আগস্ট ২০২০

গ্রুপ সমূহ:

১. স্কুল-কলেজ শিক্ষার্থী – HSC/A-Level ২০২০ এবং তার পরবর্তী পর্যন্ত
২. বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী – HSC/A-Level ২০১৯ বা তার আগ থেকে স্নাতক ৪র্থ বর্ষ পর্যন্ত
৩. চাকুরীজীবী/উদ্যোক্তা/উন্মুক্ত পর্যায়।

বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।

বিচারপ্রক্রিয়া:

১। প্রতিযোগিতা হবে ২টি রাউন্ডে। প্রথম রাউন্ডটি চলবে ১৭ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত। এই রাউন্ডে আমাদের ওয়েবসাইটে পাবলিশকৃত ব্লগে সর্বমোট বুকমার্ক ও লাইকের ভিত্তিতে সেরা ১০ নির্বাচন করা হবে ৩টি গ্রুপে।

২। দ্বিতীয় রাউন্ডটি চলবে ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত। এই রাউন্ডে আমাদের বিচারকমণ্ডলী ৩টি গ্রুপে আলাদা আলাদা করে সেরা ৩ জনকে নির্বাচন করবেন, যারা হবেন আমাদের চূড়ান্ত বিজয়ী।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

প্রতি গ্রুপের ফাইনালে রাউন্ডে বিজয়ী হওয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া প্রতিযোগীদের জন্য নিম্নের পুরস্কারসমূহ রয়েছে –

১। আদর্শ প্রকাশনীর পক্ষ থেকে বই উপহার
২। সার্টিফিকেট এবং জাতীয় স্বীকৃতি
৩। মেইনলি কোডিং ওয়েবসাইটের পছন্দমতো যেকোন একটি প্রিমিয়াম কোর্সে লাইফ টাইমের জন্য ১০০% স্কলারশিপ

আবেদনের যোগ্যতা

গ্রুপ সমূহ:

১. স্কুল-কলেজ শিক্ষার্থী – HSC/A-Level ২০২০ এবং তার পরবর্তী পর্যন্ত
২. বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী – HSC/A-Level ২০১৯ বা তার আগ থেকে স্নাতক ৪র্থ বর্ষ পর্যন্ত
৩. চাকুরীজীবী/উদ্যোক্তা/উন্মুক্ত পর্যায়

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।

আবেদন পদ্ধতি

অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

১। প্রতিযোগিতা চলবে ১৭ই জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত। অংশ নিতে নিম্নে উল্লিখিত যে কোনো বিষয়ে একটি ব্লগ লিখে ফেলুন, এরপর মেইনলি কোডিং এর অফিসিয়াল ওয়েবসাইটে (mainlycoding.com) গিয়ে সাইন আপ করে, “লিখুন” সেকশনে গিয়ে ব্লগটি পাবলিশ করে দিন।

২। “জমা দিন” বাটনে ক্লিক করার পর ওয়েবসাইটে নিজের গ্রুপ জানাতে ভুলবেন না কিন্তু।

৩। আপনার ব্লগটি ওয়েবসাইটে পাবলিশ করা হলে, ২টি রাউন্ডের মাধ্যমে ওয়েবসাইটে পাওয়া সর্বমোট বুকমার্ক, লাইক এবং সর্বশেষে বিচারকদের দেয়া মার্কসের মাধ্যমে ৩টি গ্রুপে আলাদা আলাদা ভাবে সেরা ৩জন কে বিজয়ী ঘোষণা করা হবে ৩০ আগস্ট।

৪। একজন ব্যক্তি একাধিক ব্লগ সাবমিট করতে পারবেন কিন্তু এর মধ্যে বিচার প্রক্রিয়ায় সবচেয়ে এগিয়ে থাকা ব্লগটিকেই বিজয়ী মনোনীত করা হবে।

৫। প্রতিযোগিতার জন্য লেখাটি হতে হবে সম্পূর্ণ অপ্রকাশিত। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ব্লগে কিংবা কোনো প্রিন্ট মিডিয়ায় পূর্বে প্রকাশিত এমন কোনো লেখা গ্রহণযোগ্য হবে না।

৬। আপনার লেখাটি কমপক্ষে ৭৫০ শব্দের হতে হবে। কোনো সর্বোচ্চ শব্দ সীমা নেই।

৭। ব্লগ জমা দেওয়ার মাধ্যমে আপনি ব্লগটি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার সম্মতি দিচ্ছেন।

৮। প্রো টিপ: আপনার ব্লগের রিচ বাড়ানোর জন্য শেয়ার করুন।

৯। নিজের ব্লগের অবস্থান জানতে লিডারবোর্ডে চোখ রাখুন।

১০। আপনি ২৫ আগস্ট এর পরে লেখা জমা দিলে সেটিকে প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে না। তবে আপনি যেকোন সময় আমাদের ওয়েবসাইটে লিখতে পারেন।

১১। আপনার লেখাটি পাবলিশ করার জন্য মনোনীত হলে এডিটোরিয়াল প্যানেল প্রয়োজনীয় সম্পাদনা করবে। যেমন: বানান ঠিক করা, হাইপারলিংকিং করা, প্রয়োজনীয় ছবি যুক্ত করা ইত্যাদি।

১২। আপনার লেখাটি পাবলিশ করা হলে বা রিজেক্ট করা হলে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডের, নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে।

১৩। কর্তৃপক্ষ যেকোনো মুহূর্তে যেকোনো সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রাখেন।

লেখা জমা দেয়া সম্পর্কিত নির্দেশনাবলি:

১। আপনি উপরিউক্ত উল্লেখ করা বিষয় সহ প্রোগ্রামিং টিউটোরিয়াল, কম্পিউটার সাইন্স, টেকনোলজি, টেক হিস্ট্রি, শিক্ষামূলক টেক কন্টেট এবং ডিজিটাল মার্কেটিং, বিশেষজ্ঞ মতামত সম্পর্কে আমাদের প্ল্যাটফর্মে লিখতে পারেন।

২। প্রয়োজনীয় অংশে কোডের উদাহরণ কিংবা স্ক্রিনশট যুক্ত করতে হবে। ছবিতে কোনো ধরনের জলছাপ থাকা চলবে না। কোনো প্রকারের অশ্লীল ছবি বা ভিডিও কঠোরভাবে নিষিদ্ধ।

৩। মেইনলি কোডিং প্ল্যাটফর্মে সব ধরনের অত্যুক্তি বা উস্কানিমূলক বক্তব্য কঠোরভাবে নিষিদ্ধ।

৪। যেকোনো ধরণের রাজনৈতিক, ধর্মীয় বা কোনো উস্কানিমূলক ব্যক্তিগত মতামত প্রচার করা কঠোরভাবে নিষিদ্ধ।

৫। আপনার লেখার মাধ্যমে কোনো পেশা, ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গের মানুষকে ছোট করা যাবে না।

৬। কোনো ওয়েবসাইট থেকে অনুবাদ বা তথ্য নেয়া হলে, সেক্ষেত্রে লেখার শুরুতে বা শেষে ওয়েবসাইটটির পুরো URL লিখে দিতে হবে অথবা বিভিন্ন জায়গায় দরকারমতো হাইপারলিংক করে দিতে হবে।

৭। লেখার শেষে প্রয়োজন অনুসারে রেফারেন্স দিয়ে দিতে হবে।

বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।

আবেদনের শেষ তারিখ: অগাস্ট ২৫, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

ইভেন্ট পেইজঃ https://www.facebook.com/events/965650590560975/ ওয়েবসাইটঃ www.mainlycoding.com/contest ইমেইলঃ [email protected]
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?