IUT Student Branch এর একটি প্রধান ইভেন্ট হলো Platform R.E.D. যেটি মূলত একটি সাইন্স ফিকশন লেখার প্রতিযোগিতা। ২০১৯ সালের মতো এবছরও যথারীতি আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। তবে এবার একটু ভিন্ন ফরম্যাটে ।
এবছর দুটো ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে-
১। সাইন্স ফিকশন
২। কমপ্লিট দ্যা স্টোরি
*** সাইন্স ফিকশন ***
এই অংশটি সম্পূর্ণ উন্মুক্ত প্রতিযোগিতা।অর্থাৎ যেকোনো থিমের সাইন্স ফিকশন লেখা যাবে।
*** কমপ্লিট দ্যা স্টোরি ***
এই অংশে আবার একটি গল্পের পটভূমি বা প্লট দিয়ে দেয়া হবে। নিজের মতো করে শেষ করতে হবে সেটি। প্লট আপলোড দেয়া হবে।
পুরো প্রতিযোগিতায় দুটি রাউন্ড থাকবে।
রাউন্ড ০১ঃ প্রতিযগিরা গুগল ফর্মে তাদের গল্প জমা দিবে। বিচারকগণ সেগুলো যাচাইয়ের পর প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা ৫টি গল্প নির্বাচিত করবেন।
রাউন্ড ০২ঃ সেরা ৫ গল্প IEEE IUT Student Branch এর অফিশিয়াল পেজে প্রকাশ করা হবে। গল্পগুলোতে মানুষের প্রতিক্রিয়া সমূহ মূল্যায়ন পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। প্রথম রাউন্ড শেষেই ভোট দেয়ার নিয়ম জানানো হবে ।
সুযোগ সুবিধাসমূহ
- চ্যাম্পিয়ন পাবে ১হাজার টাকা। রানার্স আপ পাবে ৫০০টাকা। দুটো ক্যাটাগরি মিলিয়ে মোট প্রাইজমানি হচ্ছে ৩হাজার টাকা।
- চ্যাম্পিয়ন হওয়া গল্পটি IUT-এর এম্বার ম্যাগাজিনে প্রকাশিত হবে।
- প্রত্যেক প্রতিযোগীকে সার্টিফিকেট দেয়া হবে।
আবেদনের যোগ্যতা
- ভাষা হতে হবে ইংরেজি।
- ৭৫০ শব্দের ভেতর লেখা শেষ করতে হবে। তবে যারা IEEE এর সদস্য তারা ৮৫০ শব্দের ভেতর লেখতে পারবে।
- লেখাটি অবশ্যই মৌলিক এবং সৃজনশীল হতে হবে।
- একজন প্রতিযোগী উভয় ক্যাটাগরিতেই গল্প জমা দিতে পারবে। তবে একই ক্যাটাগরিতে একাধিক গল্প জমা দিতে পারবে না।
- লেখা কারো থেকে কপি করলে তা গ্রহণযোগ্য হবেনা।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
আবেদন পদ্ধতি
বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন ফ্রি দেয়া লাগবে না।
মাইক্রোসফট ওয়ার্ড এবং পিডিএফ এই দুই ফরম্যাটেই জমা দিতে হবে।
গল্প জমা দিতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: এপ্রিল ১৯, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক