• - মার্চ ২২, ২০২১

প্রতি বছর ২২ শে মার্চ বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়ে থাকে পানি সংক্রান্ত সমস্যাগুলোর দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। বিশ্ব পানি দিবস ২০২১ এর প্রধান প্রতিপাদ্য হল ‘পানির মূল্যায়ন’। নিরাপদ পানি নিশ্চিতকরণ ও পানি বিষয়ক সচেতনতা তৈরিতে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পানি বিষয়ক সমস্যা সম্পর্কে বাংলাদেশী তরুণদের চিন্তা ভাবনাকে প্রশস্ত করতে এ বছর হাউজ অফ ভলান্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশ (HOV), এস এন ভি বাংলাদেশ (SNV Bangladesh) এর সহযোগিতায় মাসব্যাপী (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ) কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে।

বিষয়: পানির সাথে জীবন

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • ১ম পুরস্কার: ১৫,০০০ টাকা, ২য় পুরস্কার: ১০,০০০ টাকা , ৩য় পুরস্কার: ৫,০০০ টাকা
  • পুরস্কারপ্রাপ্ত ও প্রদর্শনীর জন্য নির্বাচিত সকলকে সনদপত্র প্রদান করা হবে।
  • ভার্চুয়ালি প্রদর্শনের জন্য সেরা ২০টি আলোকচিত্র বাছাই করা হবে।
  • সকল নির্বাচিত ও প্রদর্শিত আলোকচিত্র একটি ডিজিটাল ক্যাটালগের মাধ্যমে প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা

  • বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে কোন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে (স্নাতক ও স্নাতকোত্তর)।
  • জমা দেয়া আলোকচিত্র অবশ্যই প্রতিযোগির নিজের তোলা হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

  • একজন প্রতিযোগি সর্বোচ্চ ৩ টি আলোকচিত্র জমা দিতে পারবে।
  • সাদাকালো (Monochrome) এবং রঙিন উভয় ধরনের আলোকচিত্র গ্রহণযোগ্য।
  • আলোকচিত্র প্রাতিষ্ঠানিক পরিচয়পত্রসহ প্রদত্ত লিংকের মাধ্যমে জমা দিতে হবে।
  • জমাদানের লিঙ্ক: m-vault.co/hov/waterday-competitions (m-vault.co)
  • আলোকচিত্রের ফাইলটিকে যেভাবে নামকরণ করতে হবে: ফটোগ্রাফারের পুরো নাম_ ফটো নাম্বার_ ফোন নাম্বার।
  • আলোকচিত্র .jpg ফরম্যাটে জমা দিতে হবে, লম্বা দিকে ৩০০০ পিক্সেল চওড়া হতে হবে, রেজলিউশন ন্যূনতম ৩০০dpi হতে হবে, ফাইল ১০ মেগাবাইটের বেশি হতে পারবে না।
  • জমাকৃত আলোকচিত্রে কেবলমাত্র সামান্য বার্নিং (burning), ডজিং(dodging) বা রং সংশোধন (color correction) গ্রহণযোগ্য (যেমন- ক্রপ করা)। শুধুমাত্র ডিজিটালি ম্যানুপুলেটেড আলোকচিত্রের ক্ষেত্রে HDR গ্রহণযোগ্য হবে। সকল ম্যানুপুলেটেড আলোকচিত্র যা সংযুক্ত কন্টেন্ট (composite content) [ যেমন- দৃশ্যের প্রয়োজনে কোন পাখি কিংবা মেঘের ছবি সংযুক্ত করা ] তা অবশ্যই ফটোগ্রাফারের নিজের তোলা হতে হবে। বিচারক প্রয়োজনে সংযুক্ত কন্টেন্টের নিজস্বতার প্রমাণ চাইতে পারেন।
  • আলোকচিত্রে কোন বর্ডার থাকা চলবে না। ওয়াটারমার্ক, লোগো বা স্বাক্ষর থাকলে তা গ্রহণযোগ্য।
  • শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে আলোকচিত্র জমাদান গ্রহণযোগ্য।

আবেদনের শেষ তারিখ: মার্চ ১০, ২০২১

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

• Afik Hasan | President, HOV, DU Chapter | 01675451650 • Saimon Islam Bhuiyan | General Secretary, HOV, AUST Chapter | 01521327746
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?