গৃহস্থালির সেবামূলক কাজ নিয়ে একশনএইড বাংলাদেশ আবারো আয়োজন করতে যাচ্ছে ‘ভিন্ন রূপে পুরুষ’ শীর্ষক জাতীয় পর্যায়ের আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২০

যে কাজের অর্থনৈতিক ও সামাজিক মূল্যায়ন হয় না, বিশেষ করে যে কাজগুলো জীবনধারণের জন্য আবশ্যক, সাধারণত নারীরা নিয়মিত ঘরে করে থাকেন সেগুলোই গৃহস্থালির সেবামূলক কাজ করেন। এই কাজের মধ্যে আছে রান্না করা, সন্তানের লালন-পালন ও লেখাপড়ার দেখভাল, ঘরের কাজ যেমন- থালাবাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর-উঠান পরিষ্কার করা, জ্বালানি/লাকড়ি সংগ্রহ করা, পানি আনা (শুধু রান্না ও ধোয়া-মোছার কাজের জন্য), পরিবারের সদস্যদের বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের সেবা করা ইত্যাদি। এই কাজ বা শ্রমের দায়ভার শুধু একা নারী বইছে যুগ যুগ ধরে। তবুও প্রচলিত পন্থার বাইরে গিয়ে কোনো কোনো পুরুষ নিয়মিতভাবে গৃহস্থালির সেবামূলক কাজ করে যাচ্ছেন। বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতার বিপরীতে আছে তাদের নিরব কিন্তু সফল চ্যালেঞ্জ। পুরুষদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এ কাজের স্বীকৃতি ও পুনর্বণ্টন জরুরি।

বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।

একশনএইড মনে করে ফটোগ্রাফি বা আলোকচিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম যার সাহায্যে গৃহস্থালির সেবামূলক কাজে নারী ও পুরুষের ভূমিকা সম্পর্কিত ধারণাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা যাবে। যা আমাদের গতানুগতিক চিন্তাধারায় আলোড়ন তুলবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা এই ব্যক্তিদের খুঁজে বের করে সমাজের জন্য অনুকরণীয় হিসেবে সাধুবাদ জানাতে চাই।

এই উদ্দেশ্যে গৃহস্থালির সেবামূলক কাজে নিয়মিতভাবে অংশগ্রহণকারী পুরুষ সদস্যেদের ভূমিকা সংকলিত আলোকচিত্র ও চিত্রগল্প (ফটোস্টোরি) নিয়ে এই প্রতিযোগিতা আহ্বান করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি ‘ভিন্ন রূপে পুরুষ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী পুরুষ সদস্যদের গৃহস্থালির সেবামূলক কাজে অংশগ্রহণ বৃদ্ধি, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা, সমাজের প্রচলিত ভুল ধারণা ভেঙ্গে সর্বোপরি সমাজের সকল স্তরের মানুষদের কাছে বৈষম্যহীনতার বার্তা তুলে ধরবে।

আপনার আলোকচিত্র ও চিত্রগল্পের (ফটোস্টোরি) মাধ্যমে সমাজের পুরুষ সদস্যদের গৃহস্থালির সেবামূলক কাজে নিয়মিত অংশগ্রহণের চিত্র তুলে ধরুন, পুরস্কার জিতুন।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • প্রথম পুরস্কার- ৫০ হাজার টাকা ও সনদপত্র
  • প্রথম রানারআপ- ৩০ হাজার টাকা ও সনদপত্র
  • দ্বিতীয় রানারআপ- ২০ হাজার টাকা ও সনদপত্র
  • বিশেষ স্বীকৃতি (৯ জন)- সনদপত্র
  • নির্বাচিত আলোকচিত্র ও চিত্রগল্প নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।
  • নির্বাচিত আলোকচিত্র ও চিত্রগল্প নিয়ে একটি ফটোবুক প্রকাশ করা হবে।

আবেদনের যোগ্যতা

সবাই অংশ নিতে পারবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

নিয়মাবলী :

  • রেজিস্ট্রেশন করার সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ এর কপি প্রদান করতে হবে।
  • ব্যাংকে নিজ নামে ব্যক্তিগত একাউন্ট খোলা আছে কিনা জানাতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর প্রতিযোগিতা সম্পর্কে সম্যক ধারণা দেয়ার জন্য অংশগ্রহণকারীদের নিয়ে লাইভ সেশনের আয়োজন করা হবে।
  • এরপর নির্ধারিত তারিখের মধ্যে রেজিস্ট্রেশনের সময় প্রাপ্ত কোড দিয়ে আলোকচিত্রসহ চিত্রগল্প (ফটোস্টোরি) জমা দিতে হবে।
  • চিত্রগল্পের সাথে যার ছবি তুলেছেন তার অনাপত্তিপত্র (একশনএইড কর্তৃক প্রদত্ত কনসেন্ট ফরম) জমা দিতে হবে।
  • যার ছবি তুলেছেন, চিত্রগল্পের সাথ তার যে সকল তথ্য উল্লেখ করবেন-
    – নাম, পেশা, বয়স, কোন জেলায় বসবাস করছেন ও পরিবারের সদস্য সংখ্যা।
    -তিনি কেন নিয়মিত গৃহস্থালির সেবামূলক কাজ করছেন?- এই প্রশ্নের উত্তর ও তার ব্যক্তিগত অনুধাবন।
  • চিত্রগল্পটি সর্বোচ্চ ৪০০ শব্দ ও ছবির ক্যাপশন সর্বোচ্চ ৫০ শব্দের হতে হবে।
  • একজন প্রতিযোগী সর্বোচ্চ দু’টি চিত্রগল্প জমা দিতে পারবেন। প্রতিটি চিত্রগল্পে সর্বনিম্ন ৫টি আলোকচিত্র থাকতে হবে।
  • রঙিন ও সাদাকালো- দুই ধরনের আলোকচিত্রই গ্রহণযোগ্য হবে।
  • আলোকচিত্রের জন্য অগ্রগণ্য ভৌগলিক ও সামাজিক অবস্থান : চর এলাকা, পার্বত্য অঞ্চল, উপকূলীয় অঞ্চল, বনাঞ্চল ও গ্রামাঞ্চল। গ্রামীন, শহুরে ও যেকোনো বিত্তশ্রেণির মানুষের চিত্রগল্প দেয়া যেতে পারে।
  • চিত্রগল্প অনলাইনে zipped folder করে জমা দিতে হবে। প্রতিটি zipped folder এ একটি চিত্রগল্পের সাথে একটি টেক্সট ফাইল থাকবে। zipped folder এর নাম প্রতিযোগীর নামে হতে হবে।
  • ছবি JPEG ফরম্যাটে হতে হবে এবং ৪০০০ x ৩০০০ পিক্সেল রেজ্যুলেশন হতে হবে।
  • অতিরিক্ত কালার কারেকশন বা ফটোশপ করা আলোকচিত্র প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
  • চিত্রগল্পের zipped folder অনলাইনে WeTransfer, Dropbox ও Google Drive এ জমা দেয়া যাবে।
  • কোনো প্রকার নকল বা কপিরাইট লংঙ্ঘন প্রমাণিত হলে স্বয়ংক্রিয়ভাবে আবেদন বাতিল হয়ে যাবে।
  • একশনএইড বাংলাদেশ কর্তৃপক্ষ আলোকচিত্রগুলো প্রদর্শন ও বিবিধ ব্যবহারের স্বত্ব সংরক্ষণ করবে।
  • বাছাই প্রক্রিয়ার প্রয়োজনে আলোকচিত্রের raw file শেয়ার করতে হতে পারে।

নির্বাচন প্রক্রিয়া :

  • প্রখ্যাত আলোকচিত্রী, ভিজ্যুয়াল একাডেমিশিয়ান এবং পেশাদারদের সমন্বয়ে গঠিত একটি স্বতন্ত্র প্যানেল আলোকচিত্র ও চিত্রগল্প পর্যালোচনা এবং বিজয়ীদের মনোনীত করবে।
  • নির্বাচনের ক্ষেত্রে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

বি.দ্র. : যে কোনো পরিস্থিতিতে একশনএইড বাংলাদেশ প্রতিযোগিতার নিয়মকানুনে পরিবর্তন আনতে পারে।

আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ৩০, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?