ভিন্ন মানুষ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন কৃষ্টি, ভিন্ন সবকিছু। সব বৈচিত্র‍্যের সহাবস্থানই হলো সম্প্রীতি। নানানরকম মানুষের মিলেমিশে বসবাস এই পার্বত্য অঞ্চল জুড়ে। এক জায়গায়, এক অঞ্চলে আছে নানান ভাষা, নানান কথা, নানান অভ্যেস, নানান ধর্ম ও সংস্কৃতি। এ যেন সম্প্রীতি ও সম্ভাবনার এক অপরূপ মিলনভূমি।

” বিচিত্র বর্ণ, ভিন্ন ভিন্ন জাতি ঐক্যবদ্ধ থাকুক সম্প্রীতির সুরে”। এই মূলমন্ত্রে সম্প্রীতির সুন্দর সুর ও রং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে  Diversity for peace এর সহোযোগিতায় Moanoghar’র এবারের কার্যক্রম “পাহাড়ের রঙ আর্ট কন্টেস্ট-২০২০”।

সুযোগ সুবিধাসমূহ

বিজয়ীদের জন্য Diversity for peace, United Nations Development Program in Bangladesh & Moanoghar এর পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পুরষ্কার

  • চ্যাম্পিয়ন – ৫০০০ টাকা নগদ-২ জন।
  • ১ম রানার্সআপ – ৩০০০ টাকা নগদ- ২ জন।
  • ২য় রানার্সআপ – ২০০০ টাকা নগদ- ২ জন।

এছাড়াও ২ গ্রুপের সেরা ২০ জনকে দেওয়া হবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তাহলে আর দেরি নয়, দ্রুত পাঠিয়ে দিন আপনার করা বৈচিত্র্যময় পার্বত্য অঞ্চলের সেরা চিত্রটি।

√সেরা ২০ চিত্রকর্মে আয়োজকদের কপিরাইট থাকবে।

√ সকল অংশগ্রহণকারীদের জন্য UNDP Bangladesh এর পক্ষ থেকে থাকছে সার্টিফিকেট

আবেদনের যোগ্যতা

প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।

২ টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবেঃ

গ্রুপ- A ( ৬ষ্ঠ শ্রেণি – ১০ম শ্রেণি)

গ্রুপ- B ( একাদশ শ্রেণি – অনার্স ২য় বর্ষ)

 

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।

আবেদন পদ্ধতি

 “পাহাড়ের রঙ আর্ট কন্টেস্ট ২০২০” এ অংশগ্রহণের নিয়মাবলিঃ

১. প্রতিযোগীকে অবশ্যই ৬ষ্ঠ শ্রেণি থেকে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী হতে হবে।

২. প্রতিযোগীর আঁকা চিত্রটি ছবি তুলে ভালো রেজুলেশনের Jpg/png ফরমেটে গুগল ফর্মে জমা দিতে হবে।

৩. আপ্লোড করা চিত্রে অবশ্যই অংকনকারীর সাক্ষর দৃশ্যমান হতে হবে।

৪. ছবির ফাইলের আকার সর্বোচ্চ ১০ মেগাবাইট(mb) হতে পারবে।

৫. একজন সর্বোচ্চ ৩ টা চিত্রকর্ম জমা দিতে পারবেন।

৬. নির্দিষ্ট গুগল ফর্ম এর মাধ্যমে জমা দিতে হবে।

৭. আপলোড করার আগে চিত্রকর্ম নিজের নামে রিনেইম করে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ২৫, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?