মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ আয়োজন করতে চলেছে ‘অনলাইন একক বিতর্ক প্রতিযোগিতা ২০২০’
প্রতিযোগিতার নিয়মাবলি:
১. প্রতিযোগিতার বিষয় ০২ দিন আগে প্রকাশ করা হবে।
২. Zoom Apps ভিডিও লিংক প্রতিযোগিতা শুরুর ৩০ মিনিট আগে দেওয়া হবে।
৩. প্রত্যেক প্রতিযোগী তার বক্তব্য প্রদানের জন্য সর্বমোট ২ মিনিট সময় পাবেন। ১.৩০ মিনিটে সতর্ক সংকেত থাকবে।
৪. সময়ের অতিরিক্ত কথা বললে নম্বর কাটা যাবে।
৫. সর্বমোট ২৫ নম্বরের প্রতিযোগিতা সম্পন্ন হবে।
৬. নেটওয়ার্কের সমস্যার জন্য কোন মার্ক কাটা যাবে না।
৭. অবশ্যই আপনার বক্তব্য প্রদান সহ উপস্থাপনার জন্য পর্যাপ্ত এমবি/ওয়াই ফাই সংযুক্ত থাকতে হবে।
৮. বক্তব্য প্রদানের মাঝে নেটওয়ার্কে কোন ঝামেলা হলে কর্তৃপক্ষ চাইলে পুনরায় বক্তব্য প্রদানের সুযোগ দিবেন।
বিতর্কের নিয়মাবলী:
১. বিষয়টির পক্ষ/ বিপক্ষ যেকোন একটি বেছে নিয়ে বিতর্ক করতে হবে।
২. বিষয়টিকে কেন্দ্র করে পর্যাপ্ত যুক্তি, তথ্য ও তত্ত্বের সমন্বয় করে বক্তব্য উপস্থাপন করতে
হবে।
৩. সময়ের অতিরিক্ত বক্তব্য প্রদান হলে তা নেগেটিভ মার্কিং এর দিকে ধাবিত হবে।
৪. বিতর্কের সময় পর্যাপ্ত আলোযুক্ত স্থান ব্যবহার করতে হবে এবং কথা বলার সময় হেডফোন ব্যবহার করলে ভালো হয়।
বি.দ্র: নিবন্ধন ব্যতীত কোনো প্রতিযোগী বিজয়ী হিসেবে বিবেচিত হবে না।
অংশগ্রহণের তারিখসমূহ:
১ম রাউন্ড- ২২ ও ২৩ জুলাই
ফাইনাল পর্ব- ২৪ জুলাই, শুক্রবার
সময়ঃ সকাল ১০ টা হতে ১ টা এবং বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
ফলাফল ঘোষণা:
২৮ জুলাই, মঙ্গলবার রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত এমএমডিএফ,বিডি এর পেজে চোখ রাখুন।
আয়োজনে:
মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- প্রতিটি গ্রুপ হতে বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের অনলাইন সার্টিফিকেটসহ পুরস্কার প্রদান করা হবে।
- প্রতিটি গ্রুপ হতে সেরা ১০ জনকে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।
- প্রতিটি গ্রুপ হতে সেরা ১০ জনকে এমএমডিএফবিডি’র জেলা/ক্যাম্পাস এ্যাম্বাসেডর হিসেবে ০১ বছরের জন্য নিযুক্ত করা হবে।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশসহ বিশ্বের যেকোন প্রান্ত হতে বাংলা ভাষাভাষী যেকোন শিক্ষার্থী আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
বাংলাদেশের জন্য:
গ্রুপ:
ক গ্রুপ: স্কুল পর্যায় (৬ষ্ঠ শ্রেণি – দশম শ্রেণি) এবং ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ
খ গ্রুপ: কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়।
বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশের জন্য:
বয়সসীমা:
ক গ্রুপ- ১২ হতে ১৭ বছর
খ গ্রুপ- ১৮ হতে ২৮ বছর
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ বিশ্বের যেকোন দেশ।আবেদন পদ্ধতি
“আবেদন করুন” বাটনে ক্লিক করেআবেদন ফর্মটি যথাযথভাবে পূরণ করুন। (একটি প্রতিষ্ঠান থেকে কেবল একজনই অংশগ্রহণ করতে পারবেন।)
আবেদনের শেষ তারিখ: জুলাই ২০, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক