জিডিপি নিয়ন্ত্রণের ক্ষেত্রসমূহের মধ্যে খাদ্যের যোগানদার খাত হিসেবে কৃষি সর্বাধিক গুরুত্বপূর্ণ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী ও কৃষকরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন ও বিশ্বে চাল রপ্তানি করে কৃষি ব্যবসা তথা এগ্রিবিজনেস এর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ দেশের কৃষি ব্যবস্থার এক ধরনের চিরাচরিত নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় এ ব্যবস্থা এখন এক আশাজাগানিয়া সমৃদ্ধির স্তরে উঠে এসেছে। দেশ আজ প্রধান দানাজাতীয় খাদ্যপণ্য চালে উদ্বৃত্ত, ধান উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ, গম, ভুট্টা ও আলুর মতো প্রধান খাদ্যশস্য উৎপাদনে সাফল্যের পাশাপাশি সবজি, ফলমূল ও মসলা জাতীয় ফসল উৎপাদনে বাংলাদেশ বিপুল সাফল্য অর্জন করেছে। সেইসাথে ডাল ও তেলবীজ উৎপাদনে উল্লেখ্যযোগ্য অগ্রগতি অর্জন করছে। পাশাপাশি-মাছ, মাংস, ডিম ও দুধ উৎপাদনে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্য দিয়ে এগ্রিবিজনেস বিভাগ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। উক্ত প্রতিষ্ঠান হতে পাশকৃত সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা দেশের কৃষি, কৃষি বিপণন ব্যবস্থা ও কৃষি ব্যবসায় উন্নয়নে জন্য অবদান রাখছে। তারই ধারাবাহিকতায় কৃষি ভিত্তিক জ্ঞান চর্চার জন্য কিছুটা সময় আরও প্রাণবন্ত করে তুলতে দেশব্যাপী আয়োজন করেছে কৃষি ভিত্তিক অনলাইন কুইজ প্রতিযোগিতা

নিয়মাবলি:

  • কুইজ প্রতিযোগিতাটি অনলাইন ভিত্তিক হবে। তাই অবশ্যই আপনার Internet সুবিধা থাকতে হবে এবং Google Form, Zoom, Facebook room ব্যবহারের সুবিধা থাকতে হবে।
  • প্রাথমিক পর্যায়ে Google Form এর মাধ্যমে Selection Round হবে। নির্ধারিত সময়ের মধ্যে সর্ব্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রাথমিক নির্বাচন করা হবে।
  • পরবর্তী রাউন্ড জুম অ্যাপের মাধ্যমে লাইভে অনুষ্ঠিত হবে।
  • নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় অংশগ্রহন না করলে আপনি বাতিল বলে গণ্য হবেন।
  • কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • বিঃদ্রঃ ফাইনাল রাউন্ডের পূর্বে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ফাইনালিস্টদের সম্মতিক্রমে ফাইনাল রাউন্ড বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার সময় পরবর্তীতে Email এবং SMS এর মাধ্যমে জানানো হবে।
  • MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০টি MCQ প্রশ্ন থাকবে এবং সময় থাকবে ১৫ মিনিট।

কুইজের বিষয়াবলি:

  • কৃষি ও খাদ্য নিরাপত্তা
  • বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অভ্যুদয়
  • জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা
  • কৃষিতে করোনা ভাইরাসের প্রভাব
  • কৃষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার
  • কৃষি ভিত্তিক দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • বিজয়ী প্রথম ১০ জনকে কৃষি ভিত্তিক অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সার্টিফিকেট প্রদান করা হবে।
  • বিজয়ী সর্বমোট ১০ জন প্রতিযোগীর প্রত্যেককে এগ্রিবিজনেস বিভাগ, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সৌজন্যে পুরষ্কার দেয়া হবে। প্রত্যেকের জন্য রয়েছে আকর্ষণীয় পুরষ্কার। বিশেষ করে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট । এছাড়াও বাকিদের জন্য পুরষ্কার হিসেবে রয়েছে ২০০০/- টাকার সমমূল্যের প্রাইজবন্ড।
  • প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী এবং ফাইনালিস্ট’দের জন্য স্কলারশিপসহ এগ্রিবিজনেস বিভাগে ভর্তির জন্য টিউশন ফি এর ক্ষেত্রে বিশেষ ছাড়ে ভর্তির সুযোগ। এছাড়াও রয়েছে প্রাইজমানি এবং আকর্ষণীয় গিফট।

আবেদনের যোগ্যতা

  • আপনাকে অবশ্যই কৃষি প্রশিক্ষণ ইন্সিটিউট থেকে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থী অথবা ডিপ্লোমা অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী হতে হবে।
  • এইচ এস সি পাশ অথবা ২০২০ সালের এইচ এস সি পাশ শিক্ষার্থী হতে হবে।
  • কৃষি প্রশিক্ষণ ইন্সিটিউট থেকে ডিপ্লোমা পাশকৃত/এইচ এস সি পাশকৃত শিক্ষার্থী যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে তারা অংশ গ্রহণ করতে পারবে না।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

আবেদন করুন এ ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: নভেম্বর ২৫, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

(01723837696, 01716245186, 01717854373, 01922429322, 01537117239)
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?