তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহি নারী শিক্ষার্থী ও প্রফেশনালদের জন্য উইমেন ইন ডিজিটাল “ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন ২০১৮” আয়োজন করছে। ৩৬ ঘণ্টাব্যাপী এই প্রোগ্রামে প্রতিযোগীদের আইডিয়া ও প্রজেক্ট কতটা কার্যকর তা পরীক্ষা করা হবে।
যে সকল বিষয়ে প্রতিযোগিতা হবেঃ
• হ্যালথ (উদাহরণঃ মেডিকেল কেয়ার, স্পোর্টস, লাইফস্টাইল ইত্যাদি)
• কালচার এন্ড ট্যুরিজম (উদাহরণঃ ঐতিহ্যবাহী স্থান,ভ্রমণ,উপকুলীয় অঞ্চল ইত্যাদি)
• শিক্ষা (উদাহরণঃ জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা)
• কৃষি ও পরিবেশ (উদাহরণঃ জলবায়ু, টেকসই সম্পদ, সবুজ শক্তি ইত্যাদি)
• সমন্বয় ও ক্ষমতায়ন (উদাহরণঃ লিঙ্গ, মানবাধিকার ইত্যাদি)
রোবোটিক্স, হার্ডওয়্যার, ডিজিটাল ডিভাইস
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- প্রথম বিজয়ী পুরস্কার।
- নেটওয়ার্কিং সুযোগ।
- নিজের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ।
আবেদনের যোগ্যতা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহি যে কোন নারী শিক্ষার্থী বা চাকুরীজীবী আবেদন করতে পারবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশী