বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস জানার আগ্রহ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর জাতীয় রচনা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। একই রেজিস্ট্রেশনের মাধ্যমে উভয় প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার প্রয়োজন নেই।

রচনার বিষয়বস্তু:

১। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদান
২। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধু
৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধ – গণহত্যা ও ধর্ষণ
৪। বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ
৫। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন

কুইজের বিষয়বস্তু:

১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস
২। মুক্তিযুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্র, উপন্যাস, গল্প, নাটক, গান, কবিতা
৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর অবদানসমূহ।
৪। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ঘটনাপ্রবাহ
৫। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃহৎ রাষ্ট্রসমূহের ভূমিকা
৬। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতিসমূহ
৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়।

কুইজের সময়ঃ ৬০ মিনিট
প্রশ্নের সংখ্যাঃ ৫০-১০০টি
পর্বঃ বাছাই পর্ব এবং চূড়ান্ত পর্ব

১ম মহড়া কুইজ প্রতিযোগিতার লিংকঃ https://forms.gle/6sAsuPC6aLt3xFSN7

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের সাধারণ নিয়মাবলিঃ.

নিয়ম-০১: অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রতিযোগীর Registration Fee: 306/- টাকা প্রযোজ্য। যেকোনো প্রতিযোগী সর্বনিম্ন ১টি এবং সর্বোচ্চ ৫টি রচনা জমা দিতে পারবেন। জমাদানকৃত রচনার সংখ্যা যতই হোক না কেন, রেজিস্ট্রেশন ফি – ৩০৬/- টাকা-ই পরিশোধ করতে হবে bKash (Send Money অপশন ব্যবহার করে) অথবা Rocket (Send Money অপশন ব্যবহার করে) এর মাধ্যমে।

নিয়ম-০২: প্রতিযোগী কর্তৃক হাতে লিখে বা কম্পিউটার কম্পোজ করে Word বা PDF আকারে বা Image আকারে রচনা জমা দেওয়া যাবে। প্রতিযোগীকে নিজের ভাষায় গুছিয়ে, তথ্যনির্ভর, যুক্তিনির্ভর, উক্তিসমৃদ্ধ, সাবলিল ভাষায় রচনা লিখতে হবে বাংলা বা ইংরেজি ভাষায়। রচনার শব্দসংখ্যা হবে ৭৫০-১৫০০ শব্দ। ১০০-২০০ শব্দ কম বা বেশী হলেও গ্রহণযোগ্য হবে কিন্তু ১৭০০ শব্দের অধিক কিংবা ৬৫০ শব্দের চেয়ে কম শব্দসংখ্যার রচনা, প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ দেওয়া হবে।

নিয়ম-০৩: লিখিত রচনার ১ম পৃষ্ঠায় প্রতিযোগীর নাম (Name of the Participant), রেজিস্ট্রেশন নম্বর (Registration No.), পিতার নাম (Father’s Name), মাতার নাম (Mother’s Name), জন্মতারিখ (Date of Birth), জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ নম্বর (NID/ Birth Certificate No.), স্থায়ী ঠিকানা (Permanent Address) শিক্ষা-প্রতিষ্ঠানের নাম (Name of the Academic Institution), ইমেইল ঠিকানা (Email Address) এবং মোবাইল নাম্বার (Mobile No.) – এই ১০টি তথ্য উল্লেখ করতে হবে। এরপর ২য় পৃষ্ঠা থেকে রচনা শুরু করতে হবে।

নিয়ম-০৪: দলগতভাবে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না। ১টি রচনা, শুধুমাত্র ১জন প্রতিযোগীর নামেই জমা দেওয়া যাবে।

নিয়ম-০৫: ৫টি বিষয়বস্তুর উপর সর্বোচ্চ ৫টি রচনা জমা দেওয়ার সুযোগ থাকলেও, সকল শিরোনামের রচনাকে একটি ক্যাটাগরি হিসেবেই বিবেচনা করা হবে এবং ১০০ মার্কস এর উপর মূল্যায়ন করা হবে ৪ (চার) ধাপে। ৪ ধাপের মূল্যায়ন শেষে ৭৫টি রচনাকে নির্বাচিত করা হবে, চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে বাছাই করা হবে পুরস্কার বিজয়ী সেরা ৫০টি রচনা।

নিয়ম-০৬: রচনা প্রতিযোগিতায় জমা দেওয়া সকল রচনা, গোপনীয় দলিল হিসেবে বিবেচিত হবে; বিধায় কোন রচনা অনলাইনে বা ইন্টারনেটে প্রকাশ করা হবে না। প্রতিযোগীরাও তাঁদের নিজেদের লেখা রচনা, অন্য কোন প্রতিযোগী বা অন্য কারো সাথে শেয়ার করতে পারবেন না। Prize Distribution এর পূর্বে রচনা প্রতিযোগিতার কোন বিজয়ী, তাঁর লেখা রচনা অনলাইনে শেয়ার করলে বা অন্য কারো সাথে শেয়ার করলে, পুরস্কার প্রাপ্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

নিয়ম-০৭: “বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা আয়োজক কমিটি”-র সম্মানিত সদস্যগণ, রচনা মূল্যায়নের কাজ করবেন। রচনা মূল্যায়নের সাথে সম্পর্কিত বিচারকগণ সকলেই বিশ্ববিদ্যালয় শিক্ষক, তাই বিচারপ্রক্রিয়া এবং মূল্যায়ন-প্রক্রিয়ার উপর পূর্ণ আস্থা রাখতে হবে। সম্মানিত বিচারকগণের বিরুদ্ধে বা মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য বা সম্মানহানি করা হলে, Digital Security Act-2018 অনুযায়ী উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়ম-০৮: কোন ওয়েবসাইট, টেক্সটবই, গাইডবই, পত্রিকার সম্পাদকীয় বা সংবাদ এবং অন্য কোন উৎস থেকে হুবহু কপি করা যাবে না। এরুপ করা হলে, Plagiarism বা কুম্ভিলকবৃত্তি-র কারণে রচনা বাতিল বলে গণ্য হবে। কোন উৎস থেকে হুবহু ২টি পূর্ণ বাক্য বা ২০টি শব্দ কপি করা হলে, Plagiarism এর অভিযোগে রচনা বাতিল করা হবে। প্রতিযোগীকে নিজের বাছাই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে, সাবলীল ভাষায়, রচনা লেখার জন্য পরামর্শ দেওয়া হলো।

নিয়ম-০৯: নির্দিষ্ট সংখ্যক রচনা প্রাপ্তির পর প্রাথমিক বাছাই পর্বে, সর্বমোট ৫০০টি রচনা নির্বাচন করা হবে। ২য় পর্বের বাছাই পর্বে বিচারকগণ সেরা ২৫০টি রচনা বাছাই করবেন। ৩য় পর্বের বাছাই পর্বে বিচারকগণ সেরা ১২৫টি রচনা বাছাই করবেন। ৪র্থ পর্বের বাছাই পর্বে বিচারকগণ সেরা ৭৫টি রচনা বাছাই করবেন। চূড়ান্ত বাছাই পর্বে, সেরা ৫০টি রচনা বাছাই করবেন বিচারকগণ। এই ৫০টি রচনায় পুরস্কার প্রাপ্তির জন্য মনোনীত হবেন।

নিয়ম-১০: রেজিস্ট্রেশন ফি জমা না করে রচনা জমাদান করলে বা রেজিস্ট্রেশন ফি কম পরিমাণ পরিশোধ করলে, বা নির্ধারিত সময়সীমার পরে রচনা জমা দিলে, বা নির্ধারিত সময়সীমার মধ্যে Registration Fee পরিশোধ না করলে, উক্ত প্রতিযোগীর Registration বাতিল বলে গণ্য হবে। একইসাথে, তাঁর জমাদানকৃত রচনা বাতিল বলে গণ্য হবে।

নিয়ম-১১: রচনা প্রতিযোগিতায় Registration Fee অফেরতযোগ্য।

নিয়ম-১২: রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন প্রতিযোগীর প্রাতিষ্ঠানিক পরিচয় পত্র (Student’s ID Card বা Job ID Card) এবং জাতীয় পরিচয়পত্র (National ID Card) বা জন্মসনদ (Birth Certificate) এর কপি জমা দিতে হবে Email এর মাধ্যমে। পুরস্কার ডাকবিভাগের বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর পূর্বে বিজয়ীদের প্রদানকৃত তথ্য ভেরিফিকেশন করা হবে।

নিয়ম-১৩: “বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা আয়োজক কমিটি”- যেকোনো নিয়মাবলি সংযোজন, সংশোধন, পরিবর্তন বা বাতিল করার সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন।

নিয়ম-১৪: রচনা প্রতিযোগিতার পুরস্কার সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পুরস্কারের ধরনে পরিবর্তন ঘটতে পারে। পুরস্কারের ব্যাপারে “বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা আয়োজক কমিটি”র সিদ্ধান্তই চূড়ান্ত।

নিয়ম-১৫: “বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা প্রতিযোগিতা আয়োজক কমিটি”-র কেউ, কমিটির সদস্যদের বা বিচারকার্যের সাথে জড়িত বিচারকগণের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনদের কেউ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।

রচনা প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

নিবন্ধকরণ: ০১ জুলাই - ৩০ নভেম্বর, ২০২০
প্রবন্ধ জমা: ০১ জুলাই - ৩৯ নভেম্বর, ২০২০
১ম স্তরের পর্যালোচনা এবং রায়: ০১ ডিসেম্বর - ০৭ ডিসেম্বর ২০২০
২ য় স্তরের পর্যালোচনা এবং রায়: ০৮ ডিসেম্বর - ১০ ডিসেম্বর ২০২০
তৃতীয় স্তরের পর্যালোচনা এবং রায়: ১১ ডিসেম্বর - ১৩ ডিসেম্বর ২০২০
চতুর্থ স্তরের পর্যালোচনা এবং রায়: ১৪ ডিসেম্বর ২০২০ 
চূড়ান্ত পর্যালোচনা এবং রায়: ১৫ ডিসেম্বর ২০২০
ফলাফল প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০
বিজয়ী যাচাই: ২০ ডিসেম্বর - ২৯ ডিসেম্বর ২০২০
পুরস্কার বিতরণ: ৩০ ডিসেম্বর ২০২০

কুইজ প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

নিবন্ধকরণ: ০১ জুলাই - ৩০ নভেম্বর, ২০২০ ১১:৫৯ পিএম
সিলেকশন রাউন্ড কুইজ: ০৯ ডিসেম্বর, 2020 ০৮:৩০ পিএম
জাতীয় রাউন্ড কুইজ: ১৬ ডিসেম্বর, ২০২০ ০৮:৩০ পিএম
বিজয়ীর যাচাইকরণ: ২০- ডিসেম্বর, ২০২০
ফলাফল প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ ০৮:৩০ পিএম 
পুরস্কার বিতরণ: ৩০ ডিসেম্বর ২০২০

 

সুযোগ সুবিধাসমূহ

পুরষ্কারের তালিকাঃ

রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জনকে ৫০টি Medal এবং প্রিন্ট করা, সার্টিফিকেট পাঠানো হবে। এছাড়াও বিজয়ীদের জন্য রয়েছে ৫০টি পুরস্কার যা মূলত সবগুলোই ইলেক্ট্রনিক্স সামগ্রী। ল্যাপটপ, রেফ্রিজেরাটর, স্মার্ট টিভি, ট্যাব, স্মার্টফোন, এক্সটারনাল হার্ডডিস্ক, রাউটার, মডেম, পাওয়ার ব্যাংক, পেনড্রাইভ, ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস – পুরস্কার হিসেবে প্রদান করা হবে। সর্বমোট ৫ লক্ষাধিক টাকার পুরস্কার!

১ম পুরস্কার: ল্যাপটপ
২য় পুরস্কার: রেফ্রিজারেটর
৩য় পুরষ্কার: স্মার্ট টিভি
৪র্থ পুরষ্কার: ট্যাব
৫ম পুরস্কার: স্মার্টফোন
৬ষ্ঠ পুরষ্কার: ১ টিবি বহিরাগত এইচডিডি
৭ম-দশম পুরষ্কার: মাইক্রোম্যাক্স কিউ 306 স্মার্টফোন
১১ তম -১৫ তম পুরস্কার: গ্রামোফোন 4 জি ইন্টারনেট মডেম
১৬তম-২০ তম পুরস্কার: জেটফ্ল্যাশ 790 128 গিগাবাইট হোয়াইট পেনড্রাইভ ছাড়িয়ে
২১ তম-২৫ তম পুরস্কার: নেটিস ডাব্লুএফ 2409 ই 300 এমবিপিএস ওয়্যারলেস এন রাউটার
২৬ তম -৩০ তম পুরস্কার: অ্যাডটা পি 12500 ডি 10000 এমএএইচ হোয়াইট পাওয়ার ব্যাংক
৩১ তম -৩৫ তম পুরস্কার: রিম্যাক্স আরপিপি-85 জাম্বুক সিরিজ 10000 এমএএইচ পাওয়ার ব্যাংক
৩৫ তম-৫০ তম পুরস্কার: A4Tech 4200N ওয়্যারলেস কীবোর্ড এবং মাউস

বিজয়ী প্রত্যেকেই ১টি করে মেডেল এবং সার্টিফিকেট পাবেন।
অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ১টি করে ই-সার্টিফিকেট পাবেন।
প্রাথমিক বাছাই পর্বে বাদ পড়া প্রতিযোগীগণ ৭২ ঘণ্টার মধ্যে রচনা সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করে, পুনরায় রচনা জমা দিতে পারবেন।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৫০ জন অংশগ্রহণকারীকে রচনা প্রতিযোগিতার অনুরূপ ৫০টি পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও ৫০ জন বিজয়ীর প্রত্যেকেই ১টি করে মেডেল এবং সার্টিফিকেট পাবেন।

আবেদনের যোগ্যতা

এই প্রতিযোগিতা সকল বয়সের বাংলাদেশির জন্য উন্মুক্ত। সকলেই অংশগ্রহণ করতে পারবেন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

অংশগ্রহণ করতে করণীয়ঃ
…………………………………..
১। রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের পর, মোবাইলে SMS এবং Email এর মাধ্যমে Registration No. পাবেন। ইমেইলে Registration Fee – ৩০৬/- পরিশোধের পদ্ধতি PDF File এ জানানো হবে চিত্রসহকারে।

২। Registration No. পাওয়ার পর, Registration Fee পরিশোধ করতে হবে। ফি পরিশোধের ৪৮ ঘণ্টার মধ্যে, Full Registration এর Confirmation Message পাবেন আপনার মোবাইলে SMS এর মাধ্যমে।

বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।

৩। Confirmation Message পাওয়ার পর, আপনার লেখা রচনা, পাঠিয়ে দিতে পারবেন, [email protected] এই ইমেইলে, অথবা https://NationalEssayCompetition.page.tl এই ওয়েবসাইটের মাধ্যমে। আর নির্ধারিত দিনে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

Registration Link:

Registration Link-01: https://forms.gle/dMWPZyBw9jutsnB5A
Registration Link-02: https://nationalessaycompetition.page.tl/Registration.htm

আবেদনের শেষ তারিখ: নভেম্বর ৩০, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

যেকোনো সহায়তা পেতেঃ নিচের ইমেইলে আপনার জিজ্ঞাসা জানান। আমাদের সাপোর্ট টিম আপনাকে খুব দ্রুত ইমেইলেই প্রতিউত্তর পাঠাবেন। আপনার সাথে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার বা Facebook ID Link যুক্ত করে দিতে পারেন আপনার পাঠানো ইমেইলে। [email protected]
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?