গুই পিস ফাউন্ডেশন আয়োজন করছে আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা । এবারের রচনার থিম হচ্ছে-   “A Letter from Myself in 2030”

কল্পনা করুন যে আজ থেকে ১০বছর পর একটা আদর্শ পৃথিবী কেমন হতে পারে। সেই ২০৩০ এর আপনি চিঠি লিখবেন ২০২০ এর আপনাকে!

চিঠিতে বর্ণনা করবেন নিজেকে, নিজে সমাজের জন্য যা করছেন। আরো বর্ণনা করবেন পৃথিবীর রাষ্ট্রকে, মানুষের জীবন যাপনের ধরন। সাথে গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে পারেন নিজেকে।

জমা দেয়ার শেষ সময়ঃ ১৫জুন ২০২০।

তবে যত দ্রুত সম্ভব জমা দেয়ার আহবান করা যাচ্ছে। কারণ সাধারণত প্রচুর রচনা জমা পড়ে।

 

 

 

 

সুযোগ সুবিধাসমূহ

শিশু এবং তরুণ দুই ক্যাটাগরিতেই পুরষ্কার দেয়া হবেঃ

  • প্রথম প্রাইজঃ ৯০০ মার্কিন ডলার, গিফট, সার্টিফিকেট
  • দ্বিতীয় পুরষ্কারঃ ৪৫০ মার্কিন ডলার, গিফট, সার্টিফিকেট
  • তৃতীয় পুরষ্কারঃ গিফট, সার্টিফিকেট,অনারেবল মেনশন

প্রথম পুরষ্কার বিজয়ীদেরকে (শিশু এবং তরুণ বিভাগ) নভেম্বরে টোকিওতে হতে যাওয়া অনুষ্ঠানে পুরষ্কৃত করা হবে। তারা মিনিস্ট্রি অব এডুকেশন অ্যাওয়ার্ড পাবে। ভ্রমণ খরচ প্রদান করা হবে।

পুরষ্কার ঘোষণা হবে ৩১অক্টোবর ২০২০ সালে।বিজয়ীদের কাছে ডিসেম্বরে মেইল করে সার্টিফিকেট ও গিফট দেয়া হবে।

 

আবেদনের যোগ্যতা

বয়স- ১৫ জুন ২০২০ এর ভেতর বয়স হতে হবে ২৫বছর

অংশ নেয়া যাবে এই ক্যাটাগরিতেঃ

ক. শিশু (১৪বছর সর্বোচ্চ)

খ. তরুণ( ১৫থেকে ২৫বছর)

 

কভার পেজ এবং রচনার শিরোনাম ছাড়া ইংরেজি, ফ্রেঞ্চ, স্পেনিশে লেখা রচনা অবশ্যই ৭০০শব্দের মধ্যে হতে হবে। জাপানি ভাষায় লেখলে ১৬০০ ক্যারেক্টারের ভেতর হতে হবে।

একজন ব্যক্তি একটি মাত্র রচনা লেখতে পারবেন। রচনা গুলো অবশ্যই মৌলিক হতে হবে।কোনো ধরনের কপি বা নকল করা যাবে ন।

 

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশসহ সবার জন্য প্রযোজ্য

আবেদন পদ্ধতি

রচনা টাইপ করতে হবে অথবা প্রিন্ট করে দেওয়া যেতে পারে

অনলাইনে জমা দিতে রেজিষ্ট্রেশন করতে হবে। এজন্য আবেদনের লিংকে গিয়ে নির্দেশনা মোতাবেক একাউন্ট খুলে আবেদন করুন। ডক ফাইলে রচনা জমা দিতে পারবেন।

পোস্টাল মেইলে দেয়া রচনায় অবশ্যই এসব থাকতে হবেঃ

  • নাম
  • ক্যাটাগরি
  • বয়স
  • জাতীয়তা
  • ঠিকানা
  • ই-মেইল
  • ফোন নাম্বার
  • স্কুলের নাম (যদি থাকে)
  • রচনার শিরোনাম
  • ভাষা
  • শব্দ সংখ্যা

পোস্টাল মেইলে রচনা জমা দেয়ার ঠিকানাঃ International Essay Contest c/o The Goi Peace Foundation

1-4-5 Hirakawacho, Chiyoda-ku, Tokyo 102-0093, Japan

 

আবেদনের শেষ তারিখ: জুন ১৫, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

আরো জানতে মেইল করুন- [email protected]
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?