ইয়ং রিসার্চার ফান্ড ২০১৯ এর জন্য রেজিশট্রেশন গ্রহণ করা হচ্ছে।
অরগানাইজেশন ফর সোশাল অরিয়েন্টেশন (ওএসও) একটি বেসরকারি এবং অলাভজনক সংস্থা। দক্ষিণ এশিয়ার কিছু গবেষক, পেশাজীবী ,বিশেষজ্ঞ ,একাডেমিশিয়ান,শিক্ষার্থী এবং ইন্সটিটিউটের উদ্যোগে আর্থসামাজিক উন্নয়নকে সহায়তার লক্ষ্যে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটি তরুণ গবেষকদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা ও উৎসাহ দিয়ে থাকে। ২০১৩ সাল থেকে ওএসও তরুণ গবেষকদের সহায়তা দিতে ইয়ং রিসার্চার ফান্ড চালু করে। স্নাতক অধ্যায়নরত বা স্নাতক শেষ করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ তরুণ শিক্ষক বা পেশাজীবীরা এই ফান্ডের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্যও এই অনুদান উন্মুক্ত।সকল আবেদনকারীকে রিসার্চ মেথেডোলজী এবং রিসার্চ প্রপোজাল এর একটা ট্রেনিং কোর্স করানো হবে।
সুযোগ সুবিধাসমূহ
- সকল আবেদনকারীকে রিসার্চ মেথেডোলজী এবং রিসার্চ প্রপোজাল এর একটা ট্রেনিং কোর্স করানো হবে।
- সেরা দশ রিসার্চ প্রপোজালকারী তাদের গবেষণার জন্য ১০ হাজার করে টাকা পাবেন।
- সেরা গবেষণা কর্মটি পাবে ১লক্ষ টাকা পুরস্কার ।
- এছাড়া পুরস্কার পাওয়া এবং না পাওয়া ভালো গবেষণাগুলো জার্নালে প্রকাশিত হবে।
- প্রত্যেক অংশগ্রহণকারী তাদের অর্জন মোতাবেক সার্টিফিকেট পাবেন।
আবেদনের যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী , গবেষক বা কলেজ শিক্ষকরা এই ট্রেনিং এবং ফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
দেশের সব বড় বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ৩০জনের অংশগ্রহণে এই ট্রেনিং হবে । প্রথম পর্বের জন্য ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করুন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: দক্ষিণ এশিয়া