The UNESCO King Hamad Bin Isha Al-Khalifa Prize for the Use of Information and Communication Technologies (ICTs) in Education 2018-এর জন্য বাংলাদেশ হতে মনােনয়ন আহবান করা হয়েছে। বর্ণিত পুরস্কার প্রদানের ক্ষেত্রে যে সকল অনন্য ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা এনজিও আইসিটি বিষয়ক কার্যক্রম গ্রহণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নতি সাধনে অবদান রাখতে সক্ষম হয়েছে। এ রকম ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।
২০১৮ সালে উল্লিখিত পুরস্কারের জন্য বিবেচ্য বিষয়ঃ “The use of innovative information and communication technologies to ensure education for the most vulnerable groups”.
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- প্রত্যেক বিজয়ীকে US$ ২৫,০০০ (পচিশ হাজার) ইউ এস ডলার দেয়া হবে।
- একটি ডিপ্লোমা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
মনােনয়নের ক্ষেত্রে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবেঃ
- প্রত্যেক নমিনিকে রেকোমেন্ডেশন লেটার জমা দিতে হবে।
- প্রার্থীর জীবন বৃত্তান্ত ও অর্জনগুলো বর্ণনা করতে হবে।
- প্রার্থীর কাজের সারমর্ম, পাবলিকেশন, কাজে প্রয়োজনীয় কাগজপত্র জামা দিতে হবে।
আবেদন পদ্ধতি
এমতাবস্থায়, বর্ণিত পুরস্কারের জন্য উপযুক্ত প্রার্থী/প্রতিষ্ঠান/সংস্থাকে মনােনয়ন প্রদান এবং মনােনীত প্রার্থী/প্রতিষ্ঠান/সংস্থার অনুকূলে পূরণকৃত সাবমিশন ফরম ও আনুষংগিক কাগজপত্রসহ ০১ (এক) সেট (হার্ড কপি ও সফট কপি) আগামী ২০ সেপ্টেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনে (১, জহির রায়হান রােড, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ৩১, ২০১৮
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক