• ডিসেম্বর ১৭ - ৩১, ২০১৯

শান্তিময় পৃথিবী গড়ার লক্ষ্যে দব্রিমির বাংলাদেশ ও রাশিয়াতে ২০১৭ সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । এর মধ্যে রয়েছে দব্রিমির ব্লাড ডোনেশন গ্‌রুপ, দব্রিমির চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন শিক্ষামূলক কার্য‌ক্রম। এসকল কার্যক্রমের ধারাবাহিকতায় দব্রিমির এই বিজয়ের মাসে আয়োজন করেছে “দব্রিমির রচনা প্রতিযোগিতা – ২০১৯“। যা বাংলাদেশের শিক্ষার্থী‌দেরকে বাংলাদেশের ইতিহাস ও একটি শান্তিময় বাংলাদেশ গড়ার উপায় সম্পর্কে‌ জানতে উৎসাহিত করবে।

রচনার বিষয়ঃ

  • ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীঃ ‘বিজয় দিবস’
    কমপক্ষে ২৫০ শব্দে‌ লিখতে হবে ৷
  • কলেজ পর্যায়ঃ ‘আমাদের জীবনে বিজয় দিবসের তাৎপর্য’
    কমপক্ষে ৩০০ শব্দে‌ লিখতে হবে।
  • বিশ্ববিদ্যালয় পর্যায়ঃ ‘পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার উপায়’
    কমপক্ষে ৪০০ শব্দে‌ লিখতে হবে ।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৫ জন করে মোট ১৫ জনকে সিলেক্ট করা হবে। প্রত্যেকের জন্য থাকছে আকর্ষ‌ণীয় উপহার, ক্রেস্ট এবং সার্টি‌ফিকেট।

আবেদনের যোগ্যতা

  • প্রতিযোগিতাটি শুধুমাত্র বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য।
  • রচনা অবশ্যই মৌলিক হতে হবে । রচনা অন্য কোথাও পূর্বে প্রকাশিত হয়েছে, জমা দেয়া হয়েছে অথবা ইন্টারনেট থেকে সরাসরি কপি করা হয়েছে এরূপ প্রমাণ পাওয়া গেলে সেই লেখা বাতিল বলে গণ্য হবে।
  • রচনা (চিঠি বা ই-মেইলে) অবশ্যই আগামী ৩১ ডিসেম্বর ২০১৯ এর আগে আমাদের কাছে এসে পৌঁছাতে হবে৷
  • বিজয়ীদেরকে ফোন করে ফলাফল জানিয়ে দেয়া হবে ও আগামী জানুয়ারী মাসের মধ্যে সবার কাছে পুরষ্কার পৌঁছে দেয়া হবে ।
  • কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

হাতে লিখে চিঠির মাধ্যমে—
হাতে লিখলে A4 সাইজের কাগজে রচনা লিখতে হবে৷
চিঠি পাঠানোর ঠিকানাঃ
(১) তানভীর রহমান, মিরপুর-১৩, ব্লক বি, রোড-৮, হাউজ-৭, ঢাকা-১২১৬। মোবাইল-  01756742314

অথবা,

(২) মোঃ আবিদ হাসান, শহীদ জিয়াউর রহমান হল, রাজশাহী বি‌শ্ববিদ্যালয়, রাজাশাহী ।
মোবাইল- 01938401091

কম্পোজ করে ই-মেইলের মাধ্যমে–
চিঠি না পাঠিয়ে সরাসরি কম্পোজ করে ইমেইলেও পাঠানো যাবে রচনা।
ইমেইল পাঠানোর ঠিকানাঃ [email protected]

ইমেইলে লিখলে সরাসরি PDF আকারে ফাইল বানিয়ে লেখা পাঠানো যাবে।

কাগজে লিখলে প্রথম পৃষ্ঠায় নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী-শাখা-রোল, বর্তমান ঠিকানা, নিজের মোবাইল নাম্বার, রক্তের গ্রুপ, ফেসবুক আইডি লিংক (যদি থাকে) স্পষ্টভাবে লিখতে হবে । কম্পিউটার কম্পোজ করে ই-মেইলে পাঠালেও প্রথম পৃষ্ঠায় উক্ত বিষয়গুলো লিখতে হবে৷

আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ৩১, ২০১৯

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

01790071378 (শরিফ) 01938401091 (আবিদ) প্রতিযোগিতা সম্পর্কে সকল আপডেট পাওয়া যাবে দব্রিমিরের ফেসবুক পেইজ়েঃ www.facebook.com/dobriMirOrg
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?