আলোকচিত্র তুলে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
দব্রিমির (DobriMir) রাশিয়ান সরকার অনুমোদিত একটি সমাজকল্যাণ, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ‘দব্রিমির’ একটি রাশিয়ান শব্দ; যার অর্থ শান্তিময় পৃথিবী। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৭ সাল থেকে এই সংগঠন বাংলাদেশ ও রাশিয়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে; যার মধ্যে রয়েছেঃ মানুষের জীবনকে সহজ করার লক্ষ্যে দব্রিমিরের রাইড শেয়ারিং সার্ভিস ‘DobriMir Taxi’,DobriMir24 চ্যানেল, দব্রিমির শিক্ষাবৃত্তি কার্যক্রমসহ বিভিন্ন প্রতিযোগীতামূলক কর্মসূচি।
“মৃত্যুকে যারা তুচ্ছ করিলো, ভাষা বাঁচাবার তরে, আজিকে স্মরিও তারে…”
একুশে ফেব্রুয়ারি বাঙালির স্বাধিকার মর্মবোধের চেতনায় ভাস্বর হওয়ার দিন। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, আউয়াল ও অহিউল্লাহর রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস এটা। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হবে আবদুল গাফফার চৌধুরীর লেখা কালজয়ী সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।’
বাঙালি চেতনার শিকড় আর উজ্জীবিত হওয়ার মাধ্যম এই একুশ। একুশের শহিদদের ঠাঁই এখন প্রতিটি বাঙালির মর্মমূলে।পরম শ্রদ্ধা আর ভালোবাসায় উচ্চারিত হয় একেকটি নাম।মহান ভাষা শহিদদের স্মরণে সারা দেশে অগণিত শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বিদেশে যেখানে রয়েছে বাঙালি, সেখানেই গড়ে উঠেছে অহংকারের প্রতীক শহিদ মিনার। একুশ তাই আত্মত্যাগের অহংকারে ভাস্বর মহান একটি দিন, জেগে ওঠার প্রেরণা। দেশমাতৃকার প্রয়োজনে আত্মোৎসর্গ করার শপথ গ্রহণের দিন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা শহিদদের স্মরণে ‘জাতীয় শহিদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বাংলাদেশ ও সারা বিশ্বে পালিত হবে নানা আনুষ্ঠানিকতায়।
একুশ নিয়ে প্রচুর গান, কবিতা ও প্রবন্ধ লেখা হয়েছে। এবার ছবি তোলার পালা। সবার মাঝেই ছবি তোলার একটা সুকুমারবৃত্তি রয়েছে। আর আধুনিক প্রযুক্তির কল্যাণে সবার হাতে হাতে এখন স্মার্টফোন। তাহলে দেরি কেন! পাঠিয়ে দিন আমাদের কাছে #একুশ নিয়ে আপনাদের তোলা দারুণ ছবিটি। আমরা দেখতে চাই হৃদয়ের কতটা গভীরে অনুভব করেন একুশকে। তা হতে পারে শহিদ মিনারের ছবি, ফুল-পাখি, মানুষ কিংবা একুশের ভোরের রক্তিম শিমুলের ছবি।অথবা মা, মাটি,মাতৃভাষা,প্রকৃতি সম্পর্কিত যে কোনো ছবি আমাদের কাছে পাঠাতে পারেন।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
সেরা ৫ ছবিদাতা পাবেন দব্রিমির এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং স্বীকৃতি।
আবেদনের যোগ্যতা
এটি একটি উন্মুক্ত প্রতিযোগিতা। যেকোনো বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: No restrictionআবেদন পদ্ধতি
নিয়মাবলিঃ
১) এটি একটি উন্মুক্ত প্রতিযোগিতা। যেকোনো বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ।
২) শুধু একুশ সম্পর্কিত না, আপনার তোলা যে কোনো বিষয়বস্তুর ছবি আমাদের কাছে পাঠাতে পারেন।
৩) আমরা বিশ্বাস করি ছবির কোয়ালিটি মুখ্য নয়, হৃদয়ের ভালবাসাটাই আসল ।
৪) ছবি দব্রিমির পেজের স্ট্যাটাস এর কমেন্ট বক্সে প্রকাশ করতে হবে।
৫) ছবির সাথে কমেন্ট বক্সে ছবি তোলার স্থান এবং ডিভাইসের নাম উল্লেখ করতে হবে।
৬) আপনার ছবিতে লাইক/রিয়েক্ট করার জন্য আপনার বন্ধুদের আপনি ম্যানশন করতে পারবেন৷ সর্বাধিক লাইক/রিয়েক্ট প্রাপ্ত সেরা ৫ ছবি নির্বাচিত হবে পুরষ্কারের জন্য।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ২৫, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক