সূচী অনুযায়ী আড়াই ঘণ্টার একটি করে কন্টেস্ট হবে। তবে কোয়ালিফিকেশন রাউন্ড সাতাশ ঘণ্টার এবং ফাইনাল রাউন্ড চার ঘণ্টার হবে।
ধাপগুলো কি?
২৭ মার্চ থেকে ২৮ মার্চ অব্দি সাতাশ ঘণ্টার একটি কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হবে।
নির্দিষ্ট সংখ্যক এর অধিক পয়েন্ট অর্জন করলেই সুযোগ পাওয়া যাবে, রাউন্ড ওয়ানে প্রতিযোগিতায় অংশগ্রহণের। রাউন্ড ওয়ানের র্যাংলিষ্টের প্রথম ১৫০০ জন নিয়ে হবে সেকেন্ড রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডের র্যাংলিষ্টের প্রথম ১০০০ জন নিয়ে থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডের র্যাংলিষ্টের প্রথম পঁচিশজন পাবে গুগল কোডজ্যাম চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিযোগিতার সুবর্ণ সুযোগ।
প্রশ্ন কিরকম হবে এবং প্রস্তুতি কিভাবে নেয়া যাবে?
এলগোরিদম ভিত্তিক কোডিং প্রবলেম দেয়া হবে প্রতিটি রাউন্ডেই।
প্রস্তুতি নেয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই লিংক থেকে পুরোনো প্রশ্নগুলো দেখে অনুশীলন করা।
সুযোগ সুবিধাসমূহ
ওয়ার্ল্ড ফিনালে বিজয়ী পাবে পনেরো হাজার মার্কিন ডলার এবং চ্যাম্পিয়ন ট্রফি।
প্রথম ও দ্বিতীয় রানার আপ পাবে যথাক্রমে দুইহাজার ও এক হাজার মার্কিন ডলার। এবং ফাইনাল রাউন্ডের প্রত্যেকে পাবে একশ’ত মার্কিন ডলার করে।
এছাড়াও তৃতীয় রাউন্ডের প্রথম এক হাজার জন প্রতিযোগী পাবে গুগলের লিমিটেড এডিশন কোডজ্যাম স্পেশাল টি-শার্ট। এবং কোয়ালিফিকেশন রাউন্ড এ অন্তত একটি সমস্যার সমাধানকারী থেকে শুরু করে প্রত্যেকে পাবে গুগলের সার্টিফিকেট।
আবেদনের যোগ্যতা
১৬ বছর বা তদুর্দ্ধ ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবেন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত।