• - জুন ৫, ২০২১
  • Fully Funded
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র ও বেকারত্ব মুক্ত সমৃদ্ধময় বাংলাদেশ। এই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে তরুণ প্রজন্মের নতুন উদ্ভাবনী চিন্তা ও আত্ম নির্ভরতাই পারে অর্থনীতিকে আরও সচল করে তুলতে।
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে এই প্রজন্মের তরুণদের জন্য শুরু হচ্ছে NEST (Nextgen Entrepreneurs Stay Together) ।
তরুণ প্রজন্মের এই আইডিয়াকে ব্যবসায় রূপান্তর করে উদ্যোক্তা হবার স্বপ্নকে গতি দিবে CKH NETWORK।
কারা হবেন নতুন প্রজন্মের উদ্যোক্তা?
ঝটপট আইডিয়া শেয়ার করে গড়ে নিতে পারেন আপনার মিলিয়ন ডলারের স্বপ্ন। নির্বাচিত উদ্যোক্তা নিয়ে গ্রুমিং এর মাধ্যমে রচনা করবো নতুন সফল উদ্যক্তা হবার গল্প।
এই প্রজন্মের তরুণ যারা মাথায় আইডিয়া রেখে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখছেন এবং এই স্বপ্নকে বাস্তবায়ন করার পথ খুঁজে চলেছেন, তাদের কথা ভেবে CKH NETWORK নিয়ে এসেছে সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম Next Entrepreneurs Stay Together, সংক্ষেপে NEST। পাখির বাসার মতনই নিবিড় মমতায় গড়ে তোলা হবে আগামী দিনের উদ্যোক্তাদের।
আইডিয়া কন্টেস্ট এর মাধ্যমে প্রথম ধাপে ভালো লাগা ৫০টি আইডিয়াকে নির্বাচন করবে বিচারকগণ। নির্বাচিত ৫০ জনের টিম তারা তাদের পরিচিতি, আইডিয়া ও আইডিয়ার পেছনের গল্প ভিডিও করে পাঠাবেন। উক্ত ভিডিও প্রেজেন্টেশানের উপর নির্ভর করে বিচারকগণ দ্বিতীয় ধাপে নির্বাচিত করবে ৩০ টি আইডিয়া বা টিম।
তারপর এই ৩০ জনের টিমকে ব্যবসার নানা রকম কৌশল ও পরিকল্পনা বিষয় নিয়ে বুট ক্যাম্পে গ্রুমিং করানো হবে। গ্রুমিং শেষে বিচারকদের সামনে তারা তাদের ব্যবসার প্ল্যান ও স্ট্রাকচার তুলে ধরবেন। তৃতীয় ধাপে সেখান থেকে শীর্ষ ১৫ জনের টিমকে বিচারকরা নির্বাচিত করবে।
চতুর্থ ধাপ বা ফাইনাল রাউন্ডে আয়োজন করা হবে একটি জমকালো Gala ইভেন্ট। ওই রাউন্ডে শীর্ষ ১৫ জনের টিমকে সরাসরি বিচারক, দর্শক এবং আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপন করতে হবে তাদের ডেভেলাপড বিজনেস প্ল্যান। তাদের পারফর্মেন্স ও স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে সকলের ভোটে নির্বাচিত করা হবে শীর্ষ ৫টি টিম ।
ওই ৫ জনের টিম থেকে সুক্ষ্ম বিচারে খুঁজে নেয়া হবে প্রথম বিজয়ী এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রতিযোগীদের ।
শীর্ষে থাকা এই ৫ আইডিয়া বা টিমকে দেয়া হবে প্রাইজ মানি।
একইসঙ্গে এই শীর্ষ ১৫ জনের টিমকে ইনকিউবেশান থেকে শুরু করে তাদের ব্যবসায় সকল ধরণের সাপোর্ট প্রদান করবে সিকেইচ নেটওয়ার্ক।
CKH Network এর NEST বিজনেস ইনকিউবেশন সেন্টারের CKH Network Presents NEST 1.0 এ শুধু প্রাইজমানিই নয় থাকছে সেরা ১৫টি টিমের জন্য বছরব্যাপী ১৫ কোটি টাকা সমমূল্যের বিজনেস সাপোর্ট।
আপনার আইডিয়াকে নেক্সট বিগ বিজনেসে রুপান্তর করতে আজই আপনার ইউনিক আইডিয়া সাবমিট করুন nest.ckhnetwork.com
থেমে থাকা নয়, আগামী দিনের উদ্যোক্তাদের মুক্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে CKH Network Presents NEST 1.0

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

আইডিয়া কন্টেস্ট এর মাধ্যমে প্রথম ধাপে ভালো লাগা ৫০টি আইডিয়াকে নির্বাচন করবে বিচারকগণ। নির্বাচিত ৫০ জনের টিম তারা তাদের পরিচিতি, আইডিয়া ও আইডিয়ার পেছনের গল্প ভিডিও করে পাঠাবেন। উক্ত ভিডিও প্রেজেন্টেশানের উপর নির্ভর করে বিচারকগণ দ্বিতীয় ধাপে নির্বাচিত করবে ৩০ টি আইডিয়া বা টিম।
তারপর এই ৩০ জনের টিমকে ব্যবসার নানা রকম কৌশল ও পরিকল্পনা বিষয় নিয়ে বুট ক্যাম্পে গ্রুমিং করানো হবে। গ্রুমিং শেষে বিচারকদের সামনে তারা তাদের ব্যবসার প্ল্যান ও স্ট্রাকচার তুলে ধরবেন। তৃতীয় ধাপে সেখান থেকে শীর্ষ ১৫ জনের টিমকে বিচারকরা নির্বাচিত করবে।
চতুর্থ ধাপ বা ফাইনাল রাউন্ডে আয়োজন করা হবে একটি জমকালো Gala ইভেন্ট। ওই রাউন্ডে শীর্ষ ১৫ জনের টিমকে সরাসরি বিচারক, দর্শক এবং আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপন করতে হবে তাদের ডেভেলাপড বিজনেস প্ল্যান। তাদের পারফর্মেন্স ও স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে সকলের ভোটে নির্বাচিত করা হবে শীর্ষ ৫টি টিম ।
ওই ৫ জনের টিম থেকে সুক্ষ্ম বিচারে খুঁজে নেয়া হবে প্রথম বিজয়ী এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রতিযোগীদের ।
শীর্ষে থাকা এই ৫ আইডিয়া বা টিমকে দেয়া হবে প্রাইজ মানি।
একইসঙ্গে এই শীর্ষ ১৫ জনের টিমকে ইনকিউবেশান থেকে শুরু করে তাদের ব্যবসায় সকল ধরণের সাপোর্ট প্রদান করবে সিকেইচ নেটওয়ার্ক।
CKH Network এর NEST বিজনেস ইনকিউবেশন সেন্টারের CKH Network Presents NEST 1.0 এ শুধু প্রাইজমানিই নয় থাকছে সেরা ১৫টি টিমের জন্য বছরব্যাপী ১৫ কোটি টাকা সমমূল্যের বিজনেস সাপোর্ট।

আবেদনের যোগ্যতা

সবার জন্য উন্মুক্ত।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ।

আবেদন পদ্ধতি

আপনার আইডিয়াকে নেক্সট বিগ বিজনেসে রুপান্তর করতে আজই আপনার ইউনিক আইডিয়া সাবমিট করুন আবেদন করুন বাটনে ক্লিক করে।

আবেদনের শেষ তারিখ: জুন ৫, ২০২১

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?