শুরু হলো দেশের ১ম জাতীয় ব্যবসায় অলিম্পিয়াড ২০২১ এর রেজিস্ট্রেশন।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বিজনেস ক্লাবের আয়োজনে ও ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াডের সহযোগিতায় শুরু হয়ে গেলো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে ১ম বারের মতো বারকোড রেস্টুরেন্ট গ্রুপ প্রেজেন্টস “১ম ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড”। এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (সিসিপিসি)।
ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড এমন একটি ইভেন্ট যা তরুণদের ‘কর্পোরেট ওয়ার্ল্ড’ শব্দটি আসলে কী তা সম্পর্কে বুঝতে সহায়তা করে। এই অলিম্পিয়াডটি শিক্ষার্থীদের প্রচলিত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের বাইরে দেখতে এবং ব্যবসায়ের জগতকে গভীরভাবে অন্বেষণ করতে সক্ষম করবে। এই অলিম্পিয়াডের লক্ষ্য হল শিক্ষার্থীদের কর্পোরেট জগতের জটিলতা বুঝতে এবং তাদের পরিচালনামূলক, বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করা।
এই অলিম্পিয়াডটি আয়োজন করার লক্ষ্য হলো একটি সুন্দর এবং মানসম্মত প্রতিযোগিতার মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি তাদের পাঠ্য ভিত্তিক শিক্ষা ক্যারিকুলামের বাহিরে চিন্তা করার সুযোগ সৃষ্টি করতে পারবে এবং তারা কর্পোরেট ও উদ্যোক্তা সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে।
১। ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড কোথায় কীভাবে অনুষ্ঠিত হবে?
➽ ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে একযোগে এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অফলাইনে সরাসরি চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে।
২। ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াডে কীভাবে অংশগ্রহন করা যায়?
➽ গুগল ফর্মে নির্দিষ্ট সময়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অনলাইনে সিলেকশন/বাছাই পর্বে অংশগ্রহণ করতে হবে।
সিলেকশন/বাছাই পর্বে নির্দিষ্ট ক্যাটারিতে উত্তীর্ণ হলে অনলাইনে ন্যাশনাল/ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
৩। ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড পরীক্ষা কিভাবে হবে? পরীক্ষার বিষয় কি?
➽ ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড পরীক্ষা অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
সিলেকশন রাউন্ড: ৩০ টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
- জেনারেল বিজনেস অ্যাওয়ারনেস – ১০ টি (দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কতটুকু সচেতন তা নিয়ে প্রশ্ন থাকবে)
- সাম্প্রতিক বিজনেস রিলেটেড বিষয়বস্তু – ১০ টি (২০২১ এর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত)
- প্রাকটিকাল বিজনেস নলেজ – ১০ টি (কর্পোরেট, মার্কেটিং, বিজনেস স্ট্রেটেজি, ম্যানেজমেন্ট এরকম বিষয়গুলোর উপর নির্ভর করে এই বিভাগে প্রশ্ন থাকবে।)
ফাইনাল রাউন্ড: মাধ্যমিক লেভেলের জন্য ৩০ নম্বরের জেনারেল বিজনেস অ্যাওয়ারনেস, সাম্প্রতিক বিজনেস তথ্য এবং প্র্যাকটিকাল বিজনেস নলেজ এর উপর বিশ্লেষাত্মক( Analytical) প্রশ্ন এবং উচ্চ মাধ্যমিক ও অনার্স লেভেলের জন্য ‘কেস স্টাডি’ এর মাধ্যমে অনুষ্ঠিত হবে অনলাইনে।
এই অলিম্পিয়াডের অংশগ্রহণকারীদের মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যথাঃ
* সেকেন্ডারি লেভেল- ক্লাস ৯ – এসএসসি পরীক্ষার্থী (২০২১ এবং ২০২২ সাল)
* উচ্চ মাধ্যমিক লেভেল- ক্লাস ১১ – এইচএসসি পরীক্ষার্থী) ২০২১ এবং ২০২২)
* অনার্স লেভেল – অনার্স ১ম বর্ষ এবং ২য় বর্ষ।
স্থান:
অনলাইনসুযোগ সুবিধাসমূহ
- জাতীয় পর্বের বিজয়ীদের জন্য আকর্ষণীয় প্রাইজমানি.
- মূদ্রিত সার্টিফিকেট (বাছাই পর্ব বিজয় + জাতীয় পর্ব বিজয়ীদের জন্য)
- ক্রেস্ট ( বাছাই পর্ব বিজয়ী + জাতীয় পর্ব বিজয়ীদের জন্য )
- টি-শার্ট ( বাছাই পর্ব বিজয়ী + জাতীয় পর্ব বিজয়ীদের জন্য)
- মেডেল (জাতীয় পর্বের বিজয়ীদের জন্য)
- আকর্ষণীয় গিফট।
- ন্যাশন্যাল বিজনেস অলিম্পিয়াডে রেজিষ্ট্রেশনকারী সকলে পাবে ভেরিফাইড অনলাইন ই-সার্টিফিকেট।
আবেদনের যোগ্যতা
- এই অলিম্পিয়াডে ক্লাস ৯ থেকে শুরু করে অনার্স ২য় বর্ষ পর্যন্ত যে কোনো বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
- English Medium, English Version ও বাংলা মাধ্যম উভয় মাধ্যমের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে।
আবেদন পদ্ধতি
অফিসিয়াল লিংক থেকে বিনামূল্যে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে অফিসিয়াল লিংক ভিজিট করুন।
আবেদন করুনঅফিসিয়াল লিংকবিস্তারিত জানতে
এছাড়া ন্যাশনাল বিজনেস অলিম্পিয়াড সম্পর্কিত সকল বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন www.nationalbusinessolympiad.xyz এই ওয়েবসাইটে অথবা National Business Olympiad এর ফেসবুক পেইজে।
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.