বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড (বিডিওআই) স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যে একটি বাৎসরিক প্রতিযোগিতা। আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড (আইওআই) এর সাথে মিল রেখে এটি আয়োজিত হয়ে থাকে। আইওআই বিশ্বব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই স্কুল ইনফরমেটিক্স (কম্পিউটার সায়েন্স) প্রতিয়োগিতা। শিক্ষার্থীরা প্রোগ্রাম লিখে বিভিন্ন চ্যালেঞ্জিং সমস্যার সমাধান করে থাকে। প্রতিযোগিতার সমস্যাগুলো অ্যালগরিদমিক হয়ে থাকে; যদিও প্রতিযোগিদের সমস্যা বিশ্লেষণ, প্রয়োজনীয় অ্যালগরিদম পরিকল্পনা, ডাটা স্ট্র্যাকচার, প্রোগ্রামিং, সমাধান যাচাই করার কিছু মৌলিক দক্ষতা দেখাতে হয়। আইওআই এর বিজয়ীরা সন্দেহাতীতভাবে পৃথিবীর সেরা তরুণ কম্পিউটার বিজ্ঞানী।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
আইওআই এর লক্ষ্য হলো একত্রিত করা, চ্যালেঞ্জ দেয়া এবং পৃথিবীর তরুণ মেধাবী ইনফরমেটিক্স (কম্পিউটার সায়েন্স) – এ প্রতিভাধর শিক্ষার্থীদের পরিচিতি দেয়া এবং ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা শিক্ষার্থীদের মাঝে মেলবন্ধন তৈরি করা। বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিডিওআই একই লক্ষ্য অনুসরণ করে থাকে। বিডিওআই এর বিন্যাসও আইওআই এর অনুরুপ।
বিভাগীয় পর্যায়ের শীর্ষস্থানীয় ফলাফলধারীরা জাতীয় পর্যায়ে (বিডিওআই) অংশগ্রহণের সুযোগ পাবে। আর পরবর্তী আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার এবং আন্তর্জাতিক সম্মাননা বয়ে আনার সম্ভাবনা আছে।
আবেদনের যোগ্যতা
বিডিওআই আইওআই (ইন্টারন্যাশনাল ইনফরমেটিক্স অলিম্পিয়া) এর বিধি অনুসরণ করে। কেবল প্রাক-বিশ্ববিদ্যালয় ছাত্ররা অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হতে পারে, আপনার অবশ্যই নিম্নোক্ত শর্তের অধীনে হতে হবে:
ক) ২০২০ সালের ১লা সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের জন্য মাধ্যমিক পর্যায়ের চেয়ে বেশি নয় এমন স্তরে ভর্তি হয়েছে।
খ) ২০২১ সালের ১ লা জুলাই আপনার বয়স বিশ বছরের বেশি হওয়া উচিত নয়।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড ২০২১ এর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে! জিমেইল দিয়ে লগ ইন করে আবেদন করুন-লিঙ্কটিতে গিয়ে প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও, আর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নাও।
এভাবে সফল ভাবে রেজিস্ট্রেশন করার পর তোমাকে একটি কনফারমেশান মেইল পাঠানো হবে। মেইলে প্রদত্ত লিংক ব্যবহার করে তুমি তোমার উত্তর পরিবর্তন করতে পারবে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ নভেম্বর, ২০২০।
প্রাথমিক বাছাই ২৭ নভেম্বর, শুক্রবার, ২০২০; অনলাইনে অনুষ্ঠিত হবে।
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ১৫, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক