আগামী মার্চ মাসের ২৮ তারিখে প্রায় ২০০০ মানুষের বিশাল আয়োজন Excellent World Presents “Think Outside The Box Season-04” ব্যাক্তিক উন্নয়ন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে উদ্যোক্তাদের জন্য একটি ব্যতিক্রম পদক্ষেপ নেয়া হয়েছে।

সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু নিয়ম, কার্যাবলী ও যাচাই বাছাইয়ের মাধ্যমে সমগ্র বাংলাদেশর ৬৪ জেলা থেকে মাত্র ১০ জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে নির্বাচন করবে  সম্মানিত জুরী বোর্ড।‘উদীয়মান তরুণ উদ্যোক্তা এওয়ার্ড – ২০২০’ পেতে যারা আগ্রোহী তারা দ্রুত আবেদন করুন।

 

জুরী বোর্ডের সম্মানিত বিচারক হিসেবে যারা থাকবেন :-

১. ড. আলমাসুর রহমান ( নৈতিকতা ও মূল্যবোধ মূল্যায়ন)
২. নজর-ই-জিলানী (ব্যাবসায়িক নীতি ও পরিকল্পনা মূল্যায়ন)
৩. ফখরুদ্দিন আসিফ ( ব্যাবসায়িক দক্ষতা ও নেতৃত্ব মূল্যায়ন)
৪. সোলাইমান আহমেদ জিসান ( প্রচার ও যোগাযোগ মূল্যায়ন)
৫. জামাল উদ্দীন জেমি ( প্রেজেন্টেশন মূল্যায়ন)
৬. মোহাম্মদ আলাম কাউসার (ব্যাবসায়িক দুরদৃষ্টি ও ভবিষ্যৎ মূল্যায়ন)
৭. এডভোকেট নাজমুল হাসান রাজু (আইনগত সকল বিষয় মূল্যায়ন)
৮. ইমরান হোসাইন ( সোশাল মিডিয়ায় ব্যাক্তি ও প্রতিষ্ঠান ব্র্যান্ডিং)

 

 

সুযোগ সুবিধাসমূহ

  • ১০ টি সফল উদ্যোগ বা ব্যাবসা বিজয়ী হবে সেই ব্যাবসার উদ্যোক্তাকে সেরা ‘উদীয়মান তরুণ উদ্যোক্তা এওয়ার্ড’ প্রদান করা হবে
  • বাকী যারা আবেদনকারী তাদের সকল ব্যাবসা প্রতিষ্ঠান কে ১ বছরের মেন্টরিংসহ মনিটরিং করা হবে
  • উদ্যোক্তা বা স্টার্টআপ লোন পেতে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে
  • আবেদিত প্রতিটি কোম্পানির লোগো দিয়ে প্রোগ্রামের স্পন্সর লোগো-বোর্ড তৈরি করে ব্র্যান্ড -প্রমোটিং করা হবে। তাই লোগো বোর্ডের ব্র্যান্ডিং ও প্রমোটিং এর জন্য নির্ধারিত খরচ সাপেক্ষে মূল প্রোগ্রামে তার নিজস্ব প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করা যাবে যা প্রচারের জন্য অনেক বড় একটি সুযোগ।

আবেদনের যোগ্যতা

১. উদ্যোক্তার বিজনেস ট্রেড লাইসেন্স এর বয়স বা সময় সীমা ২ বছরের বেশি হতে হবে।

২. কোম্পানী ব্যাংক একাউন্ট থাকতে হবে।

৩. প্রথম বছরের ব্যর্থতা থাকলেও ২য় বছরে উদ্যাক্তাকে সফল ও স্বার্থক হওয়ার পক্ষে একটি প্রমাণপত্র জমা দিতে হবে।

৪. উদ্যোক্তার ব্যবসায়ী ধারণাকে কেন্দ্র করে একটি বিজনেস প্রোফাইল জমা দিতে হবে।

৫. সর্বনিম্ন ৫জন লোকের কর্মসংস্থান করেছেন এমন প্রমাণাদি জমা দিতে হবে।

৬. পণ্য বা সার্ভিসের গুণগত মানের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের জন্য উদ্যোক্তার ধারণাটি কি প্রভাব তৈরি করেছে তার একটি ব্যাখ্যা থাকতে হবে।

৭. কারো আইডিয়ার অণুকপি নয় বা কোনো রকম প্রতারণা বা জালিয়াতির আশ্রয় ছাড়া শুধুমাত্র নিজের বা পার্টনারদের প্রচেষ্টায় স্বার্থকতার সাথে কাজ করে যাচ্ছেন এমন পরিচ্ছন্নতার ব্যাখ্যা থাকতে হবে।

৮. লিমিটেড , প্রোপ্রাইটরশিপ ও পার্টনারশিপ (চুক্তি পত্রসহ) কোম্পানি আবেদন করতে পারবে। তবে সকল কাগজপত্র কোম্পানির ব্যাংকের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৯. উদ্যোক্তার কোম্পানির ফেইসবুক পেইজ গ্রুপের লিংক সহ ওয়েব সাইট এড্রেস এবং রেজিস্টার্ড অফিস ঠিকানা দিতে হবে।

১০. প্রয়োজনীয় সকল সংশ্লিষ্ট কাগজপত্র, কোম্পানির লোগোর EPS File, প্রোফাইল বা পোর্ট ফোলিওর সফট কপি অথবা ভিডিও প্রেজেন্টেশন (যদি থাকে) মেইল করতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

মাত্র ২০ জন এই সুযোগ পাবে তাই আজই যোগাযোগ করুন 01747596569 নাম্বারে।

আবেদনের ঠিকানা:-
Mahi-Hasan Tower (3rd Floor), Dhaka Biggan College Campus, 263 Malibagh Moor, Dhaka (Beside Hosaf Tower)
Dhaka, Bangladesh 1217
www.futurizersbd.com

E-Mail :- [email protected]
[email protected]

আবেদনের শেষ তারিখ: মার্চ ২০, ২০২০

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

Mahi-Hasan Tower (3rd Floor), Dhaka Biggan College Campus, 263 Malibagh Moor, Dhaka (Beside Hosaf Tower) Dhaka, Bangladesh 1217  www.futurizersbd.com E-Mail :- [email protected] [email protected]
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?