• ময়মনসিংহ

ময়মনসিংহে আন্তঃবিশ্ববিদ্যালয় উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো তরুণদের শক্তিকে ব্যবহার করা। এবং তারা যেন তাদের ভবিষ্যত উদ্যোগগুলোকে জ্ঞান, সৃজশীলতা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে বাস্তবায়িত করতে পারে, সেজন্য সহায়তা করা। এটা মূলত একটি উদ্যোক্তা প্রতিযোগিতা। যার ভিত্তি দাঁড়িয়ে আছে ব্যবসা, প্রযু্ক্তি, পরিবেশ এবং উদ্ভাবনী সামাজিক উদ্ভাবনী আইডিয়ার ওপরে। অংশ নিতে উৎসাহিত করা যাচ্ছে বর্তমান শিক্ষার্থী এবং সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করেছে এমন উদ্যোগী তরুণদের। যারা উৎসাহী উন্নয়নে। পরিবর্তন আনতে চায় উন্নয়নের ক্ষেত্রে। জেকেকেএনআইইউ আয়োজিত এই উদ্ভাবনী প্রতিযোগিতায় গভীরভাবে বিচার করা হবে আইডিয়াগুলোকে, যা অদূর ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন তাদের উদ্যোগুলোকে বাস্তবায়িত করতে পারে, সেক্ষেত্রে সহায়তা করবে।

আইডিয়ার ক্যাটাগরি :

  • ব্যবসা
  • প্রযুক্তি
  • পরিবেশ
  • সামাজিক

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • ১৩৭টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের মাঝে বিজয়ী হওয়ার সুযোগ।
  • সুযোগ রয়েছে ২০ হাজার টাকা লাভ করার।
  • ৪৭০০ টাকার অনলাইন কোর্স বিনামূল্যে পাওয়া।
  • থ্যাংক ইউ গিফট।
  • সার্টিফিকেট।
  • ক্রেস্ট।
  • নেটওয়ার্কিং।
  • ই-সার্টিফিকেট এবং ই-লার্নিং সাপোর্ট লাভ করা।
  • খাবার, রিফ্রেশমেন্ট এবং থাকার সুযোগ আছে ফাইনাল পর্বের দলগুলোর জন্য।

আবেদনের যোগ্যতা

  • সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
  • প্রতিটা টিমে সদস্য ৩/৪ জন।
  • সদস্যদের একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে।
  • গুগল থেকে কোনো কপি-পেস্ট করাকে খুবই নিরুৎসাহিত করা যাচ্ছে। মনে রাখা জরুরি যে প্রতিটা তথ্যই চেক করা হবে।
  • একটি প্রজেক্টে তিন থেকে চার জন কাজ করতে পারবেন।
  • যেকোনো অনুষদের যেকোনো বিভাগের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ

আবেদন পদ্ধতি

  • অ্যাপ্লাই নাউ বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
  • রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য।

আবেদনের শেষ তারিখ: অক্টোবর ২৫, ২০১৮

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক

বিস্তারিত জানতে

আরও কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারো এই নম্বরগুলোতে : অমিত হাসার রনি। ফোন : +8801917853869 সালমান আল মামুন। ফোন : +8801626044383 মো. হায়দার আলী খান। ফোন : +8801722192561
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?