• Fully Funded

বরিয়ালিস স্টুডেন্ট ইনোভেশন এ্যাওয়ার্ড বিশ্বব্যাপী  শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা । এ বছর প্রতিযোগিতার ১০ বছর পূর্তি হচ্ছে । প্রতিযোগিতার লক্ষ্য হল বিভিন্ন উদ্ভাবনী আইডিয়াকে পুরস্কৃত করা ।

এ্যাওয়ার্ডটি  সেরা ৩ টি থিসিস রিসার্চ পেপারকে সম্মানিত করবে ঃ

  • ১ টি স্নাতক পর্যায়ে
  • ১ টি স্নাতকোত্তর পর্যায়ে
  • ১ টি ডক্টরেট পর্যায়ে

থিসিস নিম্নবর্ণিত বিষয়ে হতে হবেঃ

  1. Polyolefin catalysts
  2. Olefin and polyolefin processes
  3. Polyolefin polymer properties
  4. Enhanced olefin analysis and polyolefin characterization methods
  5. Polyolefin applications
  6. Sustainability in or with polyolefins or base chemicals (i.e. circular economy, recycling, etc.)
  7. Discoveries in the polyolefin world that have a practical relevance for society
  8. Base chemical processes (ammonia, nitric acid, fertilizer, urea, melamine, phenol)

১৯৯৪ সালে স্টাটইল  ও নেস্টের সমন্বয়ে  বরিয়ালিস  গঠিত হয়। ২০০৬ সাল থেকে এর হেড কোয়ার্টার ভিয়েনা, অস্ট্রিয়ায় অবস্থিত।

বরিয়ালিসে বর্তমানে ৬৬০০ ব্যক্তি কর্মরত এবং তা ১২০ টি দেশে পরিচালিত। ২০১৬ সালে এর নিট মুনাফা ছিল ১.১ বিলিয়ন ইউরোস।

স্থান:

বাংলাদেশ

সুযোগ সুবিধাসমূহ

  • সনদ
  • এ্যাওয়ার্ড
  • লিন্টজ, অস্ট্রিয়ায় ভ্রমণের সুযোগ। আর রয়েছে ইনোভেশন সেন্টারে নেটওয়ার্কইংয়ের  সুবর্ণ সুযোগ।
  • স্নাতকঃ ১০০০ ইউরো
  • স্নাতকোত্তর ঃ২০০০ ইউরো
  • ডক্টরেট ঃ ৫০০০ ইউরো
  • বিজয়ীরা বরিয়ালিস রিসার্চ টিমের সাথে কাজের সুযোগ পাবে

 

আবেদনের যোগ্যতা

  • Sustainability, chemistry, polymer chemistry, polymer science, polymer analytic, technical chemistry, mechanical and industrial engineering or applications with a particular focus on polyolefins, olefins or base chemicals বিষয়ে স্নাতক রা অ্যাপ্লাই করতে পারবে।
  • থিসিস ২ বছরের পুরাতন হতে পারবে না।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সকলের জন্য উন্মুক্ত

আবেদন পদ্ধতি

  • ই মেইলের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে।
  • অ্যাপ্লিকেশানটি ইংরেজি তে হতে হবে এন্ড নিম্নবর্ণিত কাগজ পত্র সংযুক্ত করতে হবেঃ
  • অ্যাপ্লিকেশান কভার শিট
  • থিসিসের আবস্ট্রাক্ট ( ন্যূনতম ২ পৃষ্ঠার )
  • জীবন বৃত্তান্ত
  • সকল কাগজ পত্র [email protected] এ মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: মার্চ ২৭, ২০১৯

আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক
Disclaimer: Youth Opportunities spreads opportunities for your convenience and ease based on available information, and thus, does not take any responsibility of unintended alternative or inaccurate information. As this is not the official page, we recommend you to visit the official website of opportunity provider for complete information. For organizations, this opportunity is shared with sole purpose of promoting “Access to Information” for all and should not be associated with any other purposes.

Log in with your credentials

Forgot your details?