বিস্তারিত
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। আর তাই সাধারণ জ্ঞান আমাদের জ্ঞানের এক অবিচ্ছেদ্য অংশ। এই জ্ঞান কে প্রতিনিয়ত থাকতে হয় সময়ের সাথে উপযোগী হয়ে, আর বৃদ্ধি পেতে থাকে তার পরিধি। এই আয়োজনে তাই থাকছে সাধারণ জ্ঞানের যা কিছু তথ্য, তা নিয়ে অনন্য এক আয়োজন। ১ম বারের ব্যাপক সাফল্যের পর এবার ২য় বারের মত সাধারণ জ্ঞানের পেইজ থেকে আয়োজিত হতে যাচ্ছে সাধারণ জ্ঞান ২.০ অলিম্পিয়াড। পূর্বের আয়োজনে মানুষের ব্যাপক সাড়া ও উদ্দীপনা ই আমাদের কে পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে সাধারণ মানুষের এই জ্ঞানের পিপাস দূর করতে। পড়াশোনা হবে ব্যাপক, আর প্রতিযোগিতা হবে হাড্ডাহাড্ডি !
আশা করা যাচ্ছে, পূর্বের মত এবারো হাজারো প্রতিযোগী হবে, তাই অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা হবে অনেক বেশী!
নিচের অংশগুলো দেখুন আর জেনে নিন কি কি বিষয় থাকছে :
অলিম্পিয়াড:
- ক্রীড়া
- সাধারণ জ্ঞান
- বিজ্ঞান
- গণিত
- বিশ্ব সংবাদ
- ইতিহাস
“কখনই পড়াশোনাকে কর্তব্য হিসেবে বিবেচনা করবেন না, কেননা তা আপনার ব্যক্তিগত আনন্দের জন্য- আত্মার জগতে সৌন্দর্যের স্বাধীন প্রভাব এবং আপনার পরবর্তী কাজ থেকে যে আপনার সম্প্রদায়ের পাওনা আছে, তা জানার এটি একটি সুবর্ণ সুযোগ।– আলবার্ট আইনস্টাইন
সুযোগ সুবিধাসমূহ
** বিজয়ীরা তাদের সাফল্যের স্মারক হিসেবে একটি ই-সার্টিফিকেট পাবেন এবং সকল অংশগ্রহণকারী অংশগ্রহণের জন্য একটি সার্টিফিকেট পাবেন।
আবেদনের যোগ্যতা
সবার জন্য উন্মুক্ত।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
প্রদত্ত লিংকের মাধ্যমে আবেদন করুন ।
পরীক্ষার সময়বন্টন প্রদত্ত লিঙ্কে পাওয়া যাবে।
** সকল পরীক্ষা গুগল ফর্মের মাধ্যমে পরিচালিত হবে।
** পরীক্ষায় প্রতারণা কঠোরভাবে নিষিদ্ধ।
আবেদনের শেষ তারিখ: এপ্রিল ৮, ২০২১
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক