স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে ও প্রতি বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ৬ সদস্যের একটি পুর্ণাঙ্গ আইজেএসও দল গঠন করার জন্য আয়োজন করা হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)।
ছয় সদস্যের এই দল গঠনের জন্য ২০১৫ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)।
এইবছর (২০২০) কোভিড-১৯ এর কারণে ডিসেম্বরে জার্মানীতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৭ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আইজেএসও ২০২০ স্থগিত করা হয়েছে।
কিন্তু বিডিজেএসও-র আয়োজক ও পৃষ্ঠপোষকবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিডিজেএসও-র ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য এই বছর কোনো ভেন্যুতে অলিম্পিয়াড আয়োজন না করে অনলাইনে বিডিজেএসও আয়োজন করতে যাচ্ছে।
ক্যাটাগরি
অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে;
- প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান),
- জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান),
- সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি)
- বিশেষ (একাদশ, দ্বাদশ শ্রেণির যারা ১ জানুয়ারি ২০০৫ তারিখ বা তার পর জন্ম গ্রহণ করেছে)
২০২০ সালে শিক্ষার্থীরা যে শ্রেণিতে ছিল, সে অনুযায়ী তার ক্যাটাগরি নির্ধারিত হবে।
বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য।
প্রশ্নের বিষয়বলি
- ৪টি ক্যাটাগরির জন্য ভিন্ন ভিন্ন প্রশ্ন সেট করা হবে। প্রতি ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এই বিষয়েগুলো নিয়ে সর্বমোট ২৫-৩০ টি করে প্রশ্ন থাকতে পারে।
- পুরাতন প্রশ্ন দেখতে এখানে ক্লিক করুন।
প্রশ্নের ধরন
৪টি ক্যাটাগরিতেই ২ ধরনের প্রশ্ন থাকবে। তাই উত্তর করতে হবে ২টি পদ্ধতিতে যথা:
- সঠিক উত্তর নির্বাচন করে
- নির্ধারিত বক্সে সঠিক উত্তর লিখে।
প্রশ্নের ভাষা
- প্রশ্ন দুটি ভাষায় করা হবে। যথা: ১. বাংলা ২. ইংরেজি
মার্কিং ও সময়সীমা
- প্রতি প্রশ্নের জন্য ১ নাম্বার বরাদ্দ থাকবে। ২৪ টি প্রশ্নের জন্য সময় থাকবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারি ও বিশেষ এই ৪টি ক্যাটাগরিতে আলাদা আলাদা বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
- কোনো রেজিস্ট্রেশন ফি নেই।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের যেকোনো অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ৩য় থেকে ১০ম শ্রেণির সবাই ও ১১শ-১২শ শ্রেণির যেসব শিক্ষার্থীরা ১/১/২০০৫ তারিখ বা তার পর জন্ম নিয়েছে তারা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
- রেজিস্ট্রেশন করার জন্য “আবেদন করুন” এ ক্লিক করুন।
- অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করার ধাপগুলো ছবিসহ বর্ণনা দেখে নেয়া যেতে পারে online.bdjso.org/faq পাতা থেকে।
- নির্দিষ্ট সংখ্যক আসন পূরণ হয়ে গেলেই রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে।
- এই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ও প্রতিযোগিতা এবার সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে।
- অংশগ্রহণকারীরা যেকোনো স্থান থেকে ইন্টারনেট-সম্বলিত ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে এমন ডিজিটাল ডিভাইসে (স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, ডেস্কটপ কম্পিউটার) অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে পারবে।