লুকোনাে লেখকদের খুঁজতে স্কাউট গল্প লেখার প্রতিযােগিতা
আপনার স্কাউটিং জীবনে দেখা বা ঘটে যাওয়া অভিজ্ঞতা থেকে লেখা গল্পের প্রতিযােগিতা নিয়ে এসেছে বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগ। যেখানে ৩০০০ শব্দের মধ্যে স্কাউটিং বিষয়ক একটা মৌলিক গল্প নিজ ভাষায় আপনাকে লিখতে হবে। রচনা বা প্রবন্ধ লিখাগ্রহণযােগ্য হবে না।
গল্প লেখা প্রতিযােগিতা-২০২০ এর নিয়মাবলী
- Scouting বিষয়ের উপর গল্প হতে হবে।
- প্রতিটি লেখা হতে হবে অনধিক ৩০০০ শব্দের মধ্যে।
- আপনার নিজের এই লেখাটি হতে হবে অবশ্যই অন্য কোথাও অপ্রকাশিত। যদি এ সংক্রান্ত কোন অভিযােগ পাওয়া যায় তবে লেখা প্রকাশের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
- গল্পটি স্কাউট/রােভার স্কাউট এর নিজের লেখা সে বিষয়ে গ্রুপ কমিটির সভাপতির সুপারিশ সহ প্রেরণকরতে হবে।
- একজন লেখক ১টি লেখা জমা দিতে পারবেন।
- লেখা অনলাইনে বা পােস্টের মাধ্যমে জমা দেওয়া যাবে।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
- গল্পটি যদি মনােনীত হয়, তবে তা ছাপাবে বাংলাদেশ স্কাউটস। পাশাপাশি লেখকদেরকে সংবর্ধিত করা হবে।
- গল্প লেখা প্রতিযােগিতায় প্রথম ৫ জনকে প্রাইজবন্ড ও ক্রেস্ট এর মাধ্যমে পুরস্কৃত করা হবে।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশ স্কাউটস এর সদস্য হতে হবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
অনলাইন জমা
ইমেইলের মাধ্যমে লেখা প্রেরণের ঠিকানা- [email protected] এবং [email protected]
অফলাইন জমা
অফলাইনে জমাকৃত গল্পগুলাে যাচাই করা কঠিন এবং তা নির্ধারিত সময়ের পরও আসতে পারে, সুতরাং অফলাইনে জমাকৃতগল্পগুলাে তখনই যাচাই করা হবে যেখানে প্রতিযােগীর কোন ইন্টারনেট সংযােগ নেই বা সে অনলাইনে পাঠাতে অক্ষম। ডাক বা কুরিয়ারের মাধ্যমে যদি কেউ জমা দেয় তাহলে তাকে নিজ দলের স্কাউট লিডার ও সভাপতির সুপারিশপত্র পােস্টের সাথে সংযুক্ত করতে হবে। ৩১ অক্টোবর ২০২০ এর মধ্যে পােস্টটি ‘মুহাম্মদ আবু সালেক, পরিচালক (স্পেশাল ইভেন্টস ও ফাউন্ডেশন), বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর, ৬০, আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০’ ঠিকানায় পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন পােস্ট আসলে তা বিবেচিত হবে না।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ৩১, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক