বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত মেডিকেল কলেজ , ডেন্টাল কলেজ বা এ সংক্রান্ত প্রতিষ্ঠান গুলোতে মার্চ-২০২১ সেশনে এমডি/এমএস এর আবাসিক প্রোগ্রামের জন্য আবেদন আহবান করা হচ্ছে। চিকিৎসা শাস্ত্রে উচ্চশিক্ষায় আগ্রহীরা এখনই আবেদন করুন।
বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
অফিসিয়াল লিংক ভিজিট করুন।
আবেদনের যোগ্যতা
- অবশ্যই এমবিবিএস/বিডিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- এক বছরের ইন্টার্নশিপ পূর্ণ করার সনদ থাকতে হবে।
- ৩০ নভেম্বর, ২০২০ তারিখে বা তার আগে ইন্টার্নশিপ পূর্ণ হতে হবে।
- কর্মরত প্রার্থীদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা ছুটির নিয়ম অনুসারে ছুটি নিয়ে / ডেপুটেশন রুলস অনুসারে প্রোগ্রাম সম্পন্ন করতে হবে।
- সরকারি চাকুরিরত প্রার্থীগণ বেসরকারী প্রতিষ্ঠানে থেকে এমডি-এমএস করতে পারবেন না।
আবেদন পদ্ধতি
আবেদন ফি এবং পরিশোধের নিয়মাবলী
৪০০০টাকা (চার হাজার টাকা, অফেরতযোগ্য) পূবালী ব্যাংক লিমিটেড এর যে কোন অনলাইন শাখা থেকে “এসবি নং-০৯৪১০১১৩৬৯২০, এ/সি এক্সামিনেশন ম্যানেজমেন্ট এণ্ড মিসেলেইনিয়াস ফান্ড, বি.এস.এম.এম.ইউ, পূবালী ব্যাংক লি, শাহবাগ ব্রাঞ্চ, ঢাকা।
ফি পরিশোধের সময়কাল
২০ অক্টোবর ২০২০ থেকে শুরু করে ২৯ নভেম্বর ২০২০ পর্যন্ত
আবেদনের জমাদানের সময়কাল
২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২০ (রাত ১১.৫০ মি পর্যন্ত )
অনলাইনে আবেদন জমাদানের নিয়মাবলী
আবেদন ফি পরিশোধের পর, আবেদনকারীগণ অবশ্যই নির্ধারিত আবেদন ফরমটি পূরণ করবেন, যেটি http://www.bsmmu.edu.bd ওয়েবসাইট ঠিকানায় নির্ধারিত আবেদনের সময়কাল শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পাওয়া যাবে।
আবেদনকারীদের কে অবশ্যই তাদের রঙিন ফটোগ্রাফ এর স্ক্যান করা কপিটি (ইমেজ সাইজঃ ৫০০*৫০০ পিক্সেল, ৩মাস পূর্বে উত্তোলিত/এর অধিক পুরানো নয় এবং ব্যাকগ্রাউণ্ড রঙ সাদা হতে হবে, যেখানে আবেদনকারীর মুখাবয়ব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে), ব্যাংক পরিশোধের রিসিট (ইমেজ সাইজঃ ৫০০*৫০০ পিক্সেল) এবং স্বাক্ষর (ইমেজ সাইজঃ ৩০০*২০০ পিক্সেল) আপলোড করতে হবে।
লিখিত ভর্তি পরীক্ষা
দিন, সময়, পরীক্ষানুষ্ঠানের স্থান এবং প্রবেশ পত্র ছাপানোর তারিখ এর বি.এস.এম.এম.ইউ ওয়েবসাইট
আবেদনের শেষ তারিখ: নভেম্বর ২৯, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক