বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে প্রথম কুইজ অ্যাপ ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’। যা প্রথমে কেবল মোবাইল অ্যাপের মাধ্যমে কুইজে অংশগ্রহণ করতে হতো, তবে এখন ওয়েবসাইটের মাধ্যমেও অংশ নেয়া যায়। ‘বঙ্গবন্ধু গ্র্যান্ডমাস্টার’ অ্যাপটি নির্মাণের মূল উদ্দেশ্য দেশের আগামী দিনের কান্ডারি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করা।
শুরু থেকে শেষের ক্রমান্বয়ে অ্যাপটির চারটি পর্যায় হল- প্রাথমিক মাস্টার, জুনিয়র মাস্টার, সিনিয়র মাস্টার ও গ্র্যান্ডমাস্টার। প্রথম দুটি পর্যায়ে রয়েছে তিনটি করে ছয়টি লেভেল, পরের দুটিতে রয়েছে দুইটি করে চারটি লেভেল, অর্থাৎ মোট ১০ টি লেভেল। একটি লেভেল থেকে পরের লেভেলের প্রশ্ন কঠিনতর হতে থাকবে। সর্বশেষ লেভেল পাড় হতে পারলে পাবেন গ্র্যান্ডমাস্টার এর খেতাব ও সার্টিফিকেট।
সুযোগ সুবিধাসমূহ
- একেকটি পর্যায় সফলভাবে সম্পন্ন করতে পারার জন্য থাকবে সার্টিফিকেট। যেহেতু পর্যায় রয়েছে ৪ টি সেহেতু সার্টিফিকেট প্রাপ্তির সুযোগও চারটি। সর্বশেষ পর্যায় অর্থাৎ গ্র্যান্ডমাস্টার পর্যায় উত্তীর্ণ হলে প্রতিযোগী পাবে গ্র্যান্ডমাস্টার সার্টিফিকেট।
- যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে জানতে গিয়ে আপনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাদি সম্পর্কেও জানতে পারবেন, তাই এই জ্ঞানচর্চা আপনাকে পরোক্ষভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাহায্য করতে পারে।
- আপনার সাধারণজ্ঞানের পরিধি বাড়বে ও প্রতিযোগিতা মূলক পরীক্ষায় এগিয়ে থাকবেন।
আবেদনের যোগ্যতা
যেকেউ অংশ নিতে পারবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সবার জন্য উন্মুক্ত।