বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়র্ক (বিডিওএসএন) ও ইএসডিজি৪বিডি যৌথভাবে আয়োজন করছে “বিডিওএসএন ডেভ ম্যানিয়া” প্রজেক্ট কম্পিটিশন।
প্রজেক্ট কম্পিটিশন এর লক্ষ্য হলো কম্পিউটার সায়েন্স পড়া মেয়েদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- ১-৩ জন নারী শিক্ষার্থীর দল বা একক ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
- অংশগ্রহণকারীদের অবশ্যই বাংলাদেশী কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে (পলিটেকনিকে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে)।
- রেজিস্ট্রেশন এর সময় প্রজেক্টের ধারণাপত্র (কনসেপ্ট পেপার) জমা দিতে হবে।
- একক / দলীয় অংশগ্রহণকারী তাদের প্রজেক্টের লাইভ ডেমো জমা দিলে অগ্রাধিকার পাবে। (কপিরাইট অংশগ্রহনকারীদেরই থাকবে)
- বিচারকদের সিদ্ধান্তই প্রতিটিক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।
তিনটি বিভাগে প্রজেক্ট কম্পিটিশনে অংশ নেওয়া যাবে:
- সাধারণ।
- ফিনটেক।
- মেশিন লার্নিং / ডিপ লার্নিং / আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স।
সময় সূচী:
- রেজিস্টেশন ও ধারণাপত্র জমা: সেপ্টেম্বর ২ থেকে ২০, ২০২০ রাত ১১:৫৯টা পর্যন্ত।
- চূড়ান্ত উপস্থাপনের জন্য বাছাই রাউন্ড: সমস্ত প্রজেক্ট পর্যালোচনা করার পরে, নির্বাচিত দলীয় তালিকা প্রকাশিত হবে সেপ্টেম্বর ২৬, ২০২০, সন্ধ্যা ৮টা।
- চূড়ান্ত উপস্থাপনা: সেপ্টেম্বর ২৯, ২০২০, সকাল ১১টা।
- বিজয়ীদের ঘোষণা: সেপ্টেম্বর ৩০, ২০২০ (বিজয়ীদের সম্মিলিত বিভাগে ঘোষণা করা হবে)
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
প্রাইজমানি:
- চ্যাম্পিয়ন – ৫ হাজার টাকা
- প্রথম রানার আপ – ৩ হাজার টাকা
- দ্বিতীয় রানার আপ – ২ হাজার টাকা
বিজয়ীদের জন্য আরও সুবিধা: সার্টিফিকেট, মেন্টরশিপ, ইন্ড্রাস্টিয়াল এটাচমেন্ট।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের মেয়েরা অংশ নিতে পারবে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
আবেদন করুন এ ক্লিক করুন।
দ্রষ্টব্য- অনলাইন আবেদন ফরমটি ফর্মটি দেখতে ও জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ২০, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক