ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সমসাময়িক প্রয়োজনীয় বিষয়াবলী সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা ২০১৮’র ঘোষণা দিয়েছে । ৪ টি গ্রুপে প্রতিযোগিরা অংশ গ্রহণ করতে পারবে। এসএসসি ও কওমি মাদরাসার সমমান শিক্ষার্থীদের জন্য ‘ক’, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা ‘খ’,বিভিন্ন বয়স ও পেশায় উন্মুক্ত দের ‘গ’ এবং ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দের জন্য বিন্যস্ত ‘ঘ’ গ্রুপে প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপে ১০ জন করে সর্বমোট ৪০ জনকে সম্মাননা ও পুরষ্কার প্রদান করা হবে এবং ৪ টি গ্রুপে মোট ৭ লক্ষ টাকার পুরষ্কার প্রদান করা হবে। পুরষ্কারপ্রাপ্ত রচনাসমূহ নিজস্ব রিসার্চ জার্নালে বা বই আকারে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদ।
সুযোগ সুবিধাসমূহ
- সার্টিফিকেট ও জাঁকজমকপূর্সণ ভাবে ম্মাননার পাশাপাশি নগদ অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।
- একটি জনসচেতনতামূলক কাজের অংশ হতে পারার সুযোগ।
- ইসলামী ব্যাংক রচনাগুলো নিজেদের রিসার্চ জার্নালে বা বই হিসেবে প্রকাশ করবে।
আবেদনের যোগ্যতা
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- রচনাটি অবশ্যই নিজের হতে হবে কোন প্রকার নকল বা হুবহু অনুবাদকৃত রচনা গ্রহণযোগ্য হবে না।
- রচনাটি বাংলায় হতে হবে কিন্তু কোন উদ্ধৃতির ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা অনুবাদ ও থাকতে হবে।
- ক ও খ গ্রুপের প্রতিযোগিদের নিজ প্রতিষ্ঠানের কাছ থেকে রচনাটি সত্যায়িত করাতে হবে এবং ঘ গ্রুপের প্রতিযোগিদের কেও নিজ নিজ পেশার সপক্ষে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে।
- ইসলামী ব্যাঙ্কের কাছে রচনাগুলো সংরক্ষিত থাকবে ও তারা চাইলে নির্বাচিত রচনা জার্নালে বা বই আকারে প্রকাশ করবে।
আবেদন পদ্ধতি
হাতে লিখে কিংবা কম্পিউটার টাইপ করে ডাকযোগে বা সরাসরি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কার্যালয় আল-রাজী কমপ্লেক্স (১১ ও ১২ তলা) ১৬৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্বরণী, পুরানা পল্টন ঢাকা ১০০০-এ গিয়ে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: মার্চ ১৫, ২০১৮
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক