এনজিএইচএস সায়েন্স ক্লাব আয়োজিত অনলাইন নলেজ ফিয়েস্টা ২০২০ এ অংশ নিতে পারেন। এখানে ২ টি সেগমেন্ট থাকবে।
১. একক ইভেন্ট (প্রত্যেক রেজিস্ট্রেশন ৫০/- টাকা)
২. দলীয় ইভেন্ট ( রেজিস্ট্রেশন ১৬০/- টাকা)
একক ইভেন্ট
টাইপ ১:
১. হিস্ট্রি মাস্টার
২. স্পোর্টস ফ্রেক
৩. ম্যাথমেটিশিয়ান্স্ ডেন
৪. সায়েন্স বোল ( ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি)
৫. ইন্টেলিজেন্স কুয়োটিনেন্ট চ্যালেঞ্জ
টাইপ ২:
আর্টিকেল লেখা
এখানে আর্টিকেল লেখার ২ টি নির্দিষ্ট বিষয় আছে। আপনার লেখাটি গুগল ফর্মে কপি, পেস্ট করতে হবে।
আর্টিকেলের বিষয় :
১. সেল্ফ এডুকেশন
২. উইমেন ইমপাওয়ারমেন্ট
৩. রেসিজম এন্ড হিউম্যানিটি
বিভিন্ন ধরনের অপরচুনিটিস খুঁজছেন? ইনস্টল করুন ইয়ুথ অপরচুনিটিসের অ্যান্ড্রয়েড অথবা আইওএস অ্যাপ।
ইভেন্টের নিয়মাবলি :
- আপনি বাংলা বা ইংরেজি যেকোনো ভাষায় লিখতে পারবেন।
- আপনি বিভিন্ন সোর্স থেকে যেকোনো তথ্য যোগ করতে পারেন, তবে কপি করা যাবে না।
- আপনার আর্টিকেলের শব্দসংখ্যা ৫০০০ শব্দের কম হতে হবে।
- যদি আপনার লেখায় কোনো অসুবিধা থাকে তাহলে লেখা গ্রহণযোগ্য হবে না।
দলীয় ইভেন্ট:
টিম লিডারসহ ৩ বা ৪ জন সদস্য নিয়ে টিম গঠন করতে হবে।
সুযোগ সুবিধাসমূহ
অফিশিয়াল লিংকটি চেক করুন।
আবেদনের যোগ্যতা
অফিসিয়াল লিংক চেক করুন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ