নারীদের প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করছে UN WOMEN। এটি জাতিসংঘের পক্ষ থেকে সমতা সৃষ্টি করছে। এছাড়াও নারী ক্ষমতায়ন বৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে যা উন্নয়ন, মানবাধিকার এবং মানবিক কাজ ও শান্তি ও সুরক্ষার সুবিধায় ভূমিকা রাখবে।
দেশের প্রতিনিধির রিপোর্টে কমিউনিকেশন এ্যানালিস্টের কাজ হবে পরিকল্পনা ও অফিসে যোগাযোগ এবং প্রচার কৌশলগুলো বাস্তবায়ন করা। এছাড়াও UN WOMEN-এর সচেতনতা বৃদ্ধিতে পার্টনার, মিডিয়া এবং জনগণের সাথে যোগাযোগ করা।
কান্ট্রি অফিস, আঞ্চলিক ও হেডকোয়ার্টারস কমিউনিকেশন টিম, সরকারি অফিসগুলো, ইউএন এজেন্সির স্টাফ, মিডিয়া, মাল্টিন্যাশনাল এবং বিলেটারাল ডোনারদের ও সিভিল সোসাইটির সাথে সমন্বিতভাবে কাজ করতে হবে।
স্থানঃ ঢাকা, বাংলাদেশ
কন্ট্রাক্টঃ কন্ট্রাক্ট পোস্ট
লেভেলঃ SB-4
ভাষা প্রযোজ্যঃ ইংরেজি
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
আবেদন লিংকে দেখতে পারেন।
আবেদনের যোগ্যতা
- যোগাযোগ, পাবলিক রিলেশন, সাংবাদিকতা অথবা প্রসাঙ্গিক ফিল্ডে মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
- জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের পাবলিক রিলেশন, কমিউনিকেশন বা প্রচারে কমপক্ষে ২ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সামাজিক গণমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
- ইংরেজিতে ভালো লেখা ও বলার দক্ষতা অবশ্যই থাকতে হবে।
আবেদন পদ্ধতি
- আবেদনকারীদের অবশ্যই UN WOMEN পার্সোনাল হিস্ট্রি (P-11) অন্তর্ভুক্ত করতে হবে।
- যা ডাউনলোড করতে পারেন- http://www.unwomen.org/en/about-us/employment
- এটি ছাড়া আবেদন অসম্পূর্ণ থেকে যাবে।
- আবেদন লিংকে গিয়ে আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ: মে ৬, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক