নিজের কোচিং ওয়েবসাইটে বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্স বিনা মূল্যে দিচ্ছেন ব্যাটিং টিপস। করোনার স্থবির সময়ে সেসব সহায়ক হতে পারে উঠতি ক্রিকেটারদের।
করোনাভাইরাসের ছোঁয়াচে আগ্রাসনের ভয়াল সময়ে এই হচ্ছে ক্রিকেটারদের ঘরবন্দী জীবন।ঘরবন্দী জীবনের দিনগুলোতে চাইলে একটা কাজ করতে পারেন। বাড়িতেই আপনি শিখে নিতে পারেন সাকিব আল হাসান, তামিম ইকবালদের ব্যাট সুইং করানোর কৌশল। ব্যাটিংটা কী করে তাঁদের কাছে এত সহজ কাজ হয়ে উঠল, সেটি জেনে নিতে পারেন ল্যাপটপ, ট্যাব কিংবা মোবাইলের স্ক্রিন থেকেই।
সারা বিশ্বের ক্রিকেটারদের জন্যই ঘরে বসে ক্রিকেট শেখার এ সুবিধাটা করে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ জেমি সিডন্স।
সুযোগ সুবিধাসমূহ
অস্ট্রেলিয়ান এই কোচের ওয়েবসাইট ‘জেমি সিডন্স ক্রিকেট কোচিং’ সবাইকেই দিচ্ছে বিনা মূল্যে ক্রিকেটীয় টিপস, শেখাচ্ছে ব্যাটিংয়ের কার্যকর কলাকৌশল। বিশেষ করে উঠতি ক্রিকেটারদের জন্যই বাংলাদেশ দলের সাবেক কোচের এই উদ্যোগ।
ওয়েবসাইট থেকে তরুণ ক্রিকেটাররা শিখতে পারবে সঠিক ব্যাট সুইং কীভাবে করানো যায়। আধুনিক ক্রিকেটে এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এমন কিছু টিপস যা সহজেই ঘরে বা বাড়ির পাশের খোলা জায়গায় অনুশীলন করে নেওয়া সম্ভব।
আবেদনের যোগ্যতা
যে-কেউ করতে পারবেন।তবে কোচের সাথে যোগাযোগের মেইল দিয়ে যোগাযোগ করে নিলে সময় সুবিধামতো অনলাইন সেশন করে টিপস নিতে পারবেন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: সবার জন্য প্রযোজ্যআবেদন পদ্ধতি
ওয়েবসাইট লিংকে গেলে ব্যক্তিগত এবং দলগত ভাবে কোচিং করার লিংক পাবেন। তারপর জেমি সিডন্সের সাথে যোগাযোগের মেইলে যোগাযোগ করতে পারেন। তিনি আপনার অনলাইন ভিডিও সেশন নিতে পারেন।
ইমেইল ঠিকানাঃ
আবেদন করুনঅফিসিয়াল লিংক