শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির অধীনে ২০১৯-২০২০ অর্থবছরে গবেষণা প্রস্তাব আহবান।
উচ্চতর গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তির আহরন, উদ্ভাবন এবং প্রয়োগের বিস্তৃতি সাধন এবং তা ফলপ্রসূভাবে কাজে লাগিয়ে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, অনুশীলন ও প্রায়োগিক দক্ষতাসম্পন্ন প্রয়োজনীয় সংখ্যক বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং সমাজবিজ্ঞানী গড়ে তোলার লক্ষ্যে নিম্নবর্ণিত গবেষণার ক্ষেত্রসমূহে শিক্ষা মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে সংরক্ষিত নির্ধারিত ফরমে গবেষণা প্রস্তাব সম্বলিত দরখাস্ত আহবান করা যাচ্ছে।
- গানিতিক বিজ্ঞান
- জীবন সম্পর্কিত বিজ্ঞান
- সামাজিক বিজ্ঞান
- আইসিটি
- মেরিন সাইন্স
- এসডিজিস
বাংলাদেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মরত শিক্ষক/গবেষক আবেদন করতে পারবেন।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির অধীনে ২০১৯-২০২০ লাভ
আবেদনের যোগ্যতা
- আবেদনকারীগণকে প্রাথমিক পর্যায়ে PCN (Project Concept Note) দাখিল করতে হবে।
- গবেষণায় অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীগণকে অগ্রাধিকার দেয়া হবে।
- আবেদনকারীকে তিনজন বিশেষজ্ঞের নাম (রেফারী হিসেবে) উল্লেখ করতে হবে।
- গবেষণায় ইতোমধ্যে সাফল্য রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
- গবেষণার বিষয়বস্তু দেশে প্রয়োগ উপযোগী ও বর্তমান যুগের প্রেক্ষাপটে জাতীয় চাহিদার সজ্ঞে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদনপত্র আগামী ৩০জুন ২০১৯ তারিখের মধ্যে আবশ্যিকভাবে PCN ফরম পূরন করে অনলাইনে www.banbeis.gov.bd এর গবেষণা এর মাধ্যমে পাঠাতে হবে এবং দুই প্রস্থ হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়য়ের অধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান বুরো , ১নং সোনারগাঁও রোড, পলাশী নীলক্ষেত, ঢাকা-১২০৫ এ পৌছানো নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য যে, গবেষকগন সারা বছর ধরে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: জুন ৩০, ২০১৯
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক