আইটিএন-বুয়েট নেবে প্রজেক্ট অফিসার, বেতন ৯০,০০০
প্রতীকী ছবি: প্রথম আলো
ইন্টারন্যাশনাল ট্রেনিং নেটওয়ার্ক (আইটিএন-বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় একটি প্রজেক্টে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠানোর পর হার্ডকপিও সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
পদের নাম: প্রজেক্ট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
সুযোগ সুবিধাসমূহ
বেতন: মাসিক বেতন ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।
আবেদনের যোগ্যতা
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
- এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন সেক্টরে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
- এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, সদ্য তোলা ছবিসহ সিভি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের স্ক্যান কপি ও প্রশংসাপত্র [email protected] ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইলের [email protected] ঠিকানায় সিসি করতে হবে। এরপর আবেদনপত্র, সিভিসহ প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, আইটিএন-বুয়েট, এআরআই–আইটিএন ভবন (চতুর্থ তলা), বুয়েট, ঢাকা–১০০০।
আবেদনের শেষ তারিখ: অগাস্ট ১৪, ২০২২
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক