করোনা মহামারির কারণে ২ বছর স্থগিত থাকার পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রাম ২০২২।
এ প্রোগ্রামের আওতায় ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে।
উল্লেখ্য, এ কার্যক্রমের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশের ১০০ জন সম্ভাবনাময় তরুণকে ভারত ভ্রমণের সুযোগ দেয়া হয়। যার মাধ্যমে বাংলাদেশী তরুণরা ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন, দেশটির জনগণের সঙ্গে মিশতে পারেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পান। ভারত সরকারের ‘হান্ড্রেড মেম্বারস ইয়ুথ ডেলিগেশন’ কার্যক্রম সব মিলিয়ে বাংলাদেশীদের ভারতকে চেনার একটি জানালা হিসেবে কাজ করে। ২১-৩৫ বছর বয়সী বাংলাদেশী তরুণরা এতে আবেদন করতে পারবেন। সেখান থেকে ১০০ জন বাছাই করা হয়। আগ্রহীরা ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন।
সুযোগ সুবিধাসমূহ
- ভারত সরকারের অর্থায়নে ও ব্যবস্থাপনায় ভারত ভ্রমণের চমৎকার সুযোগ।
- বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ।
- সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ।
আবেদনের যোগ্যতা
- অংশগ্রহণকারীর বয়স ২১ -৩৫ বছরের মধ্যে হতে হবে।
- অংশগ্রহণকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারী হওয়া যাবে না। অংশগ্রহণকারীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট থাকতে হবে।
- অংশগ্রহণকারীকে SSC বা তার সমমান হতে হবে।
- অংশগ্রহণকারী অবশ্যই কোনো রাজনৈতিক দল বা সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য হওয়া যাবে না।
- অংশগ্রহণকারীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে এবং তার কোনো ধরনের পূর্ববর্তী অপরাধমূলক কর্মকান্ডের তথ্য থাকা যাবে না।
আবেদন পদ্ধতি
- অংশগ্রহণকারীকে অবশ্যই ভারতীয় হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.hcidhaka.gov.in/ এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য কোন ফি পরিশোধ করা লাগবে না।
- অংশগ্রহণকারীদের অবশ্যই আবেদনপত্রে সমস্ত বিবরণ পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে ফর্মের সমস্ত বাধ্যতামূলক ক্ষেত্র অবশ্যই পূরণ করতে হবে।
- অংশগ্রহণকারীদের নিজেদের সম্পর্কে একটি পরিচিতিমূলক ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিওটি অবশ্যই তাদের ফেসবুকে পোস্ট করতে হবে এবং আবেদনের সাথে লিঙ্কটি যুক্ত করে জমা দিতে হবে।
- পরিচিতিমূলক ভিডিও ৯০-১২০ সেকেন্ডের মধ্যে হতে হবে। ১২০ সেকেন্ডের বেশি সময়ের কোনো ভিডিও গ্রহণ করা হবে না।
- পরিচায়ক ভিডিওর অডিও এবং ভিজ্যুয়াল অবশ্যই পরিষ্কার হতে হবে (গুণমান 360P বা তার বেশি হওয়া উচিত)। অংশগ্রহণকারীরা তাদের ভিডিওতে বাংলায় বা ইংরেজিতে করতে পারেন।
- কীভাবে আপনার পরিচিতিমূলক ভিডিওটি করবেন এবং কিভাবে ফেসবুকে পোস্ট করবেন তা জানতে এখানে ক্লিক করুন। আপনার ভিডিও পোস্ট করার আগে, দয়া করে ভিডিও ক্যাপশন বক্সে #BYD2022 লিখুন এবং দশটি শব্দের মধ্যে (ইংরেজি বা বাংলা) “আপনার কাছে BYD মানে কী” তা লেখা সহ সমস্ত পদক্ষেপ অনুসরণ করুন। এছাড়াও Facebook ক্যাপশনে @High Commission of India, Dhaka এবং @BangladeshYouthDeligation এ ট্যাগ করুন। নিশ্চিত করুন যে Facebook পোস্ট প্রাইভেসি “পাবলিক” এ সেট করা আছে।
- একবার Facebook ভিডিও আপলোড হয়ে গেলে, নিশ্চিত করুন যে Facebook পোস্ট লিঙ্কটি আবেদনের সাথে সংযুক্ত হয়েছে।
- ই-মেইল সহ অন্য কোনো মাধ্যমে আবেদন/ফেসবুক ভিডিও গ্রহণ করা হবে না।
- প্রতি অংশগ্রহণকারীকে শুধুমাত্র একটি ভিডিও জমা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। আবেদনের সাথে একাধিক ভিডিও লিঙ্ক জমা দিলে অংশগ্রহণকারীদের অযোগ্য ঘোষণা করা হবে।
- অংশগ্রহণকারীদের অবশ্যই সঠিকভাবে আবেদনপত্র পূরণ এবং জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে।
- অংশগ্রহণকারীরা NID বা পাসপোর্টের বিবরণ দিয়ে নিজের নিবন্ধন করতে পারেন। একজন প্রার্থীর একাধিক আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করা হবে।
আবেদনের শেষ তারিখ: জুন ৩০, ২০২২
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক