দেশজুড়ে ছড়িয়ে আছেন এমন অনেক উদ্যমী নারী; শত ভয়, বাধা বা প্রতিকূলতা যাঁদের দমিয়ে রাখতে পারেনা। মেধা, শ্রম ও সাহস দিয়ে তাঁরা সামনে এগিয়ে যান আর এগিয়ে নেন প্রিয় দেশকে; কিন্তু নিজেরা থেকে যান সবার অগোচরে। আড়ালে থেকেও সমাজ ও দেশের জন্য কাজ করে চলা সেই সাহসী নারীদের খুঁজছি আমরা। অদম্য সাহসী সেইসব মহিয়সী নারী ও তাঁদের অনন্য অবদানকে আলোয় আনতে আসছে ‘আনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০২২’!
দেশের বিভিন্ন প্রান্তে অনেক নারী তৃণমূল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিছু কাজ হয়তো ছিল তাদের সামর্থ্যের বাইরেও। কিন্তু সমস্ত বৈষম্যের বাঁধা পেরিয়েও তারা এগিয়ে চলেছেন। দেশের প্রথম বেসরকারি খাতের নন-ব্যাংকিং এনবিএফআই আইপিডিসি এবং শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা দৈনিক ডেইলি স্টার খুঁজছে সেই অজানা ও অদম্য নারীদের, যারা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০১৭ সাল থেকে প্রতি বছর সমাজে পরিবর্তন নিয়ে আসা নারীদের ‘আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস’ প্রদান করা হচ্ছে এবং বিশ্বকে অনুপ্রাণিত করার জন্য জাতি গঠনে তাদের অসাধারণ যাত্রা তুলে ধরা হচ্ছে।
সুযোগ সুবিধাসমূহ
আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০২২
আবেদনের যোগ্যতা
উদ্যমী নারী; শত ভয়, বাধা বা প্রতিকূলতা যাঁদের দমিয়ে রাখতে পারেনা। মেধা, শ্রম ও সাহস দিয়ে তাঁরা সামনে এগিয়ে যান আর এগিয়ে নেন প্রিয় দেশকে; কিন্তু নিজেরা থেকে যান সবার অগোচরে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
আপনার চেনা আছে কোনো জাতি গড়ার অজানা নারী যোদ্ধা?
এই সম্মানজনক অ্যাওয়ার্ডের জন্য তাকে মনোনীনত করতে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
আবেদন করুনঅফিসিয়াল লিংক